গতকাল ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বেলা ২.৩০মি. জাতীর উদ্যােশে প্রধান উপদেষ্টার ভাষনে বিরাজমান সংকট-নৈরাজ্য উত্তরণের কোন নিদর্শনা নেই। উপরন্তু নিত্যনতুন সংকটের জন্ম দেবে বলে মনে করছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা নেতৃবৃন্দ।
আজ ১৪ নভেম্বর সকাল ১১টায় কমরেড আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তীর সভাপতিত্ব এক বৈঠকে নেতৃবৃন্দ এই দাবি করেন।
বৈঠকে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, মূলত ভাষনে সুস্পষ্টভাবে বিভ্রান্তিমূলক ও পক্ষপাতমূলক, ঐক্যমত্য কমিশন রিপোর্টের পক্ষে পুনরায় সাফাই গেয়েছেন। সরকার দেশের কৃষি, শ্রম, শিক্ষা, স্বাস্থ্য, জনগুরুত্বপূর্ণ এসব ক্ষেত্রে বিরাজমান সংকট সমাধান করার কোন উদ্যোগ নেয়নি। নারী এবং শ্রম সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে কোন আলোচনা নেই। শুধুমাত্র বুর্জোয়াদের শোষন-লুটপাটের রাষ্ট্রক্ষমতা তাদের গোষ্ঠীগুলোর মধ্যে নির্বিবাদে যাতে বদল হতে পারে, ঐক্যমত্য কমিশন গঠন করে তার একটা ব্যবস্থাপত্র তৈরি করার চেষ্টা করছে। কমিশনের রিপোর্টের বিষয়ে অন্ধকারে রেখে জনগনকে গণভোটে এনে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। আর গণভোটের প্রশ্নে যেসব দুরূহ ও বিভ্রান্তিমূলক কথা বলা হয়েছে, সাধারণ মানুষের এসমস্ত বিষয়ে ধারণা থাকার কথা নয়। ফলে এবিষয়ে হ্যা বা না রায় কীভাবে বলবেন? এর মাধ্যমে একদিকে টাকার শ্রাদ্ধ হবে, অন্যদিকে জাতির সাথে মূলত প্রতারণা করা হবে। এছাড়া পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ গঠন দেশে আরো ১শ লুটেরা তৈরীর ব্যবস্থা ছাড়া অন্য কিছু নয়। ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে দেশবাসী আকাঙ্ক্ষাকা ছিলো চব্বিশের অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা, ঘুষ দূর্নীতি বন্ধ করা, মানুষের বিচার-নিরাপত্তা নিশ্চয় করা, অবৈধ সম্পদ বাজপ্রাপ্ত করা, সাম্রাজ্যবাদী দেশ সমূহের সাথে সকল অসম-মেগা-গোপন চুক্তি বাতিল করা ইত্যাদি। তারা তা কিছুই করেনি। বরং অতীত ফ্যাসিস্টদের পথ অনুসরণ করেছে।
নেতৃবৃন্দ বলেন, বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে বামপন্থীরা সহ সর্বস্তরের সচেতন শ্রমিক জনতা যখন আন্দোলন করছেন, তখন দেশের স্বার্থের বিপরীতে আবারও একতিয়ারের বাইরে গিয়ে চট্টগ্রামের পতেঙ্গা লালদিয়া কনটেইনার টার্মিনাল ডেনমার্কের রেজিট্রাড মাল্টিন্যাশনাল কোম্পানী (এনপিএস) কে ৩০ বছরের জন্য লিজ দেওয়ার কথা বলছেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা প্রধান উপদেষ্টার একতিয়ার বহির্ভূত সাম্রাজ্যবাদী স্বার্থরক্ষাকারী ও দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এই সরকারের দেশের স্বার্থের পরিপন্থী সকল কর্মকান্ড রুখে দাঁড়ানোর জন্য জনগণকে এগিয়ে আসার আহবান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply