মানবতন্ত্রের আলোয় মানবিক পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কবি, সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তিনি বলেন, “আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট মানবতার। মানুষ তার মৌলিক সত্তা ও নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলছে। তাই মানবতন্ত্রই হতে পারে ভবিষ্যৎ পৃথিবীর আলোকবর্তিকা।”
শনিবার রাজধানীর বনশ্রীর ‘ভুতের বাড়ি’ রেস্তোরাঁয় আপনজন মানবিক ফাউন্ডেশন আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, কবি মোহাম্মদ আবু তাহেরের জন্মদিন উপলক্ষে।
অধ্যাপক তামিজী তাঁর বক্তব্যে বলেন, “মানবতন্ত্র এমন এক সামাজিক দর্শন, যা মানুষকে মানুষ হিসেবে মূল্য দেয়। রাজনীতি, অর্থনীতি কিংবা ধর্ম—সব কিছুর কেন্দ্রে মানুষকে স্থাপন করাই মানবতন্ত্রের লক্ষ্য। আমরা যদি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মানবতন্ত্রের নীতি প্রয়োগ করতে পারি, তবে পৃথিবী আবারও নৈতিকতার আলোয় উদ্ভাসিত হবে।”
অনুষ্ঠানে কবি মোহাম্মদ আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান কবি এবিএম সোহেল রশিদ, কবি আতিক হেলাল,আপনজন মানবিক ফাউন্ডেশনের কর্ণধর তাহেরা, অধ্যক্ষ খান আখতার হোসেন, লায়ন আনন্দ চন্দ্র দাস, লায়ন বিশ্বজিৎ গুহ, কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন,প্রানের মেলা সংগঠন এর প্রতিষ্ঠিতা বেল্লাল হাওলাদার,আস সুফিয়া সাহিত্য সংগঠন এর প্রতিষ্ঠিতা শাহরিয়ার,সংগীত শিল্পী জুই জেসমিন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ও সংগঠক রলি আক্তার, যিনি বলেন, “কবি আবু তাহের শুধু একজন লেখক নন, তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন। আপনজন মানবিক ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রমে তাঁর শ্রম, সময় ও মননের মিশেল আছে।”
আয়োজনে উপস্থিত বক্তারা বলেন, কবি আবু তাহেরের মতো মানবিক মানুষরা সমাজে অনুপ্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে ফাউন্ডেশন ইতিমধ্যে অসংখ্য সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে—অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে শিক্ষা ও সংস্কৃতি চর্চার প্রসার পর্যন্ত।
অধ্যাপক ড. তামিজী আরো বলেন, “মানবতন্ত্র কোনো কল্পনা নয়, এটি বাস্তবের প্রয়োগযোগ্য জীবনদর্শন। আমরা যদি একে হৃদয়ে ধারণ করি, তবে মানুষে মানুষে বৈষম্য কমে যাবে, পৃথিবী হবে শান্তি ও ভালোবাসার আবাস।”
অনুষ্ঠান শেষে কেক কেটে কবি মোহাম্মদ আবু তাহেরের জন্মদিন উদ্যাপন করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply