মানবতন্ত্র চর্চা ও কবিদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়েই সমাজে বৈষম্য দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন কবি সংসদ বাংলাদেশ স্থায়ী কমিটির চেয়ারম্যান, কবি, সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র (হোমোক্রেসি) তত্ত্বের প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং প্রাঙ্গণে কবি সংসদ বাংলাদেশ-এর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. তামিজী বলেন, “মানবতন্ত্র চর্চা ও কবিদের মর্যাদা প্রতিষ্ঠা পেলে সমাজে বৈষম্য থাকবে না। কবিরা মানবতার কণ্ঠস্বর—তাদের চিন্তা, সৃজন ও মূল্যবোধ সমাজকে আলোকিত করে।”
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন কবি রলি আক্তার, কবি সুবর্ণা দাস, কবি বাপ্পি সাহা, কবি রুবেল, কবি তাসলিমা আক্তার, আবৃত্তি শিল্পী জিনিয়া ঐশ্বর্যসহ কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। তারা কবিতাপাঠ, আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply