নিজস্ব প্রতিবেদকঃ শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর উদ্যোগে সম্প্রতি (২৪ মে, ২০২৫) বগুড়ায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সহযোগিতায় ছিলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বগুড়া জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা জনাব ইকবাল পারভেজ চৌধুরী। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর সম্মানিত পরিচালক জনাব মোঃ মোস্তাকুর রহমান। প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন বিএফআইইউ এর রিসোর্স পার্সন অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম, যুগ্ম-পরিচালক সৈকত কুমার সরকার এবং উপ-পরিচালক সুদীপ্ত ঘোষ।
কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রাসঙ্গিক আইন, আন্তর্জাতিক মানদন্ড, ঝুঁকি নিরূপণ, রিপোর্টিং পদ্ধতি ও পরিপালনের উত্তম চর্চাসমূহ সহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বগুড়া জেলার বিভিন্ন ব্যাংকে কর্মরত ৪৭ টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮১ জন কর্মী কর্মশালায় অংশগ্রহন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply