সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

নকল সনি প্রতিরোধে বাংলাদশে সনি’র ডিজিটাল ওয়ারেন্টি চালু করলো সনি-স্মার্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ: নকল বা রিফারবিশড পণ্যের বাজারজাত প্রতিরোধে এখন থেকে দেশেই জাপানের বিশ্বখ্যাত ‘সনি’ ব্র্যান্ডের ডিজিটাল ওয়ারেন্টি নিশ্চিত করছে বাংলাদেশে সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ, যা সনি-স্মার্ট নামে পরিচিত। বাংলাদেশে সনি’র ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস যৌথভাবে উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ-ইস্ট এশিয়া প্রেসিডেন্ট জি হুন বায় এবং স্মার্ট টেকনোলজি (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারের নীচ তলায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাসসনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইনহেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরীহেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান, সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীএবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, সনি’র ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস চালুর ফলে গ্রাহকরা এখন থেকে সনি-স্মার্ট থেকে সনি পণ্য কেনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে পণ্যটির আসল নাকি নকল তা যাচাই করতে পারবেন, একইসঙ্গে করতে পারবেন ওয়ারেন্টি রেজিষ্ট্রেশন। এই ডিজিটাল ওয়ারেন্টির মাধ্যমে অনুমোদিত সনি সার্ভিস সেন্টারে সহজেই সেবা পাবেন ক্রেতারা। ওয়ারেন্টির প্রমাণ হিসেবে আলাদা কোনো কাগজপত্র সংরক্ষণ করার প্রয়োজন নেই। কী কী সেবা ওয়ারেন্টির আওতায় আছে এবং কোনগুলো নেই তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং ডিজিটালভাবে লিপিবদ্ধ থাকায় মালিকানার প্রমাণ (নামঠিকানাক্রয়ের তারিখ) সহজে উপস্থাপন করা যাবে,  যা যেকোনো বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “সনি-স্মার্ট শুরু থেকেই দেশের মানুষের কাছে জেনুইন প্রোডাক্ট এবং জেনুইন পণ্য পৌঁছে দিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ডিজিটাল ওয়ারেন্টি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলাম। এখন থেকে সনি’র পণ্য কিনে ঠকার আর কোনো সম্ভাবনা থাকলো না। তবে, এই সুবিধা পেতে হলে সনি-লাভারদের অবশ্যই সনি পণ্য কিনতে হবে সনি-স্মার্ট থেকে।”

এসময় সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, “বাংলাদেশে সনি-স্মার্টের মাধ্যমে এখন ক্রেতারা নিশ্চিন্তে সনির আসল টেলিভিশনসহ অন্যান্য পণ্য নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন। ডিজিটাল ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের ফলে ক্রেতারা শুধু প্রযুক্তিগত সুবিধাই নয়পাবেন পণ্যের নিরাপত্তা ও মানসিক প্রশান্তি।”

এদিকে সনি’র ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে, সনি-স্মার্ট’র ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি সাইজের আটটি মডেলের সনি ব্রাভিয়া ২০২৫ লেটেস্ট ফোর-কে গুগল ও ওলেড ফোর-কে গুগল টিভিতে স্পেশাল মাইন্ডব্লোয়িং প্রাইস ঘোষণা দিয়েছে সনি-স্মার্ট, যা আজ থেকে কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত মিলবে দেশরুমে থাকা সনি-স্মার্টের সকল শোরুম এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে। এছাড়াও পণ্যের মডেলভেদে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কুলার, রিচার্জেবল ফ্যানসহ নিশ্চিত উপহার জেতার সুযোগ তো থাকছেই।

উল্লেখ্যবাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডদেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

সর্বদা জেনুইন প্রোডাক্টজেনুইন প্রাইসজেনুইন সার্ভিসসাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS