ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় সিএনজির যাত্রীসহ আহত হয়েছেন আরো ১০ জন। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ট্রাকসহ দুইটি সিএনজি জব্দ করেন। আজ শুক্রবার (২৩ মে) সকালে সাড়ে ৭ টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাবুর রহমান।
এক্সিডেন্টে নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির অলেক চাঁন মিয়ার ছেলে আঙুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের পূর্ব পাড়ার মৃত ছাবু মিয়ার ছেলে আব্দুল হালিম মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠ বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা হাঁস মুরগি বাজারে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় সড়কের পাশে থাকা বাজারে আসা ক্রেতা বিক্রেতারা হতাহতের শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ার সময় ট্রাক চাপায় দুইজন হাঁস বিক্রেতা নিহত হয়েছেন। এছাড়াও ট্রাকের ধাক্কায় দুটি সিএনজির দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রীরাসহ ১০ জন পথচারী আহত হয়েছেন। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী আকবরনগর বাসস্ট্যান্ড বাজারের হাঁস মুরগি দোকানদার শাহ আল মিয়া বলেন, সকাল পৌনে সাতটার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝায় ট্রাক সড়কের ভৈরব থেকে আসা দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে মুরগি বাজারের গাছের সাথে গিয়ে ধাক্কা খেয়ে থামে। এসময়য় বাজারে হাঁস বিক্রি করতে আসা দুজন বিক্রেতা ট্রাকের চাপায় মারা যায়।
আরেক প্রত্যক্ষদর্শী জিন্নত আলী বলেন, আমরা এলাকাবাসী এই মুরগি বাজারে হাঁসমুরগি কেন বেচা করি। হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুরগি বাজারে উপর উঠে যায়। এসময় দুইজন নিহতসহ ১০ জন আহত হয়।
এ ঘটনায় নিহত আঙুর মিয়ার ভাই সাত্তার মিয়া বলেন, তার ভাই আঙুর মিয়া জুতার কাজ করতো। সকাল ৬ টায় ৪টা হাঁস নিয়ে বিক্রির জন্য আকবরনগর বাজারে যায়। ট্রাকে চাপায় তার ভাই নিহত হন। আঙুর মিয়ার সংসারে দুই ছেলে ও ১মেয়ে রয়েছে।
এ ঘটনায় আরেক নিহত হালিম মিয়ার বাতিজা শপন মিয়া বলেন, তার চাচা একজন জায়গা জমির আমিন ছিলেন। সকাল ৬টায় হাঁসমুরগী বাজারে হাঁস বিক্রি করতে আসেন। সকাল পৌনে সাতটায় হালিম মিয়া ট্রাক চাপায় মৃত্যু বরণ করেন। পরিবারে তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পায়। একজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। আরেকজন হাসপাতাল নেয়ার পথে মারা যায় বলে তিনি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply