সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

মিনিস্টার হাম্বা অফারের রোড শো ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টারে গত বছরের ন্যায় এবছরও চলছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার । মিনিস্টারের চলমান “ফ্রিজ কিনুন হাম্বা জিতুন” অফারটির দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ’রোড শো’ ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। মিনিস্টার হেডকোয়াটার্স এর সামনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের সাথে নিয়ে রোড শো ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন মিনিস্টার – মাইওয়ান গ্রুপের সম্মানিত উপ- ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর।

এসময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবীর বলেন, মিনিস্টার সবসময় গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। গত বছর ঈদুল আযহাকে সামনে রেখে গ্রাহকেরা যখন ফ্রিজ কেনায় ব্যস্ত, তখনই গ্রাহকদের কথা ভেবে মিনিস্টার ঘোষণা করেছিল বছরের সবচেয়ে আকর্ষণীয় ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার এবং এই অফারে গ্রাহকদের অভাবনীয় সাড়া পাওয়ায় এবছরও ঈদুল আযহাকে সামনে রেখে ক্রেতা সাধারণের জন্য মিনিস্টারে চলছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার আর চলমান এই অফারটি দেশব্যাপী গ্রাহকদের কাছে পৌছে দিতে রোড শো ক্যাম্পেইনটি উদ্বোধন করা হয়, যা আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্ব পর্যন্ত চলমান থাকবে।

প্রসঙ্গত, “ফ্রিজ কিনুন হাম্বা জিতুন” অফারের আওতায় গ্রাহকরা মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে পেতে পারেন ফ্রিতে গরু জিতে নেয়ার সুযোগ। এছাড়াও রয়েছে একটি ফ্রিজের সাথে আরেকটি ফ্রিজ ফ্রি, নিশ্চিত বিশাল মূল্যছাড়, ক্যাশভাউচারসহ আকর্ষণীয় সব উপহার। 

মিনিস্টার কর্তৃপক্ষ আরও জানিয়েছেন এই অফারে প্রদানকৃত গরু উপহার মাত্র, যা কোরবানির জন্য প্রযোজ্য নয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS