মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

ইনফিনিক্সের ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইনে উপহার, চমক আর আনন্দের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ঈদ কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়—ঈদ একটি অনুভব। পরিবার-পরিজনের একত্রে সময় কাটানো, হাসিমুখ, আর ছোট ছোট মুহূর্তে খুশির দ্যুতি ছড়িয়ে দেয়ার সময়। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে ইনফিনিক্স নিয়ে এসেছে ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইন, যেখানে থাকছে আকর্ষণীয় উপহার, চমকপ্রদ পুরস্কার এবং ঈদের মিলনমেলার উচ্ছ্বাস।

চলতি ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ মে থেকে এবং চলবে ১৪ জুন ২০২৫ পর্যন্ত। এতে অংশগ্রহণ করা যাবে অনলাইন ও অফলাইন—দুইভাবেই। অনলাইনে অংশ নিতে অফিসিয়াল গেম লিঙ্ক ভিজিট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই সুযোগ মিলবে পুরস্কার জেতার। আর অফলাইনে অংশ নিতে যেকোনো ইনফিনিক্স অনুমোদিত বিক্রয়কেন্দ্রে থাকা ক্যাম্পেইনের ব্র্যান্ডিং থেকে QR কোড স্ক্যান করেই ক্যাম্পেইনে যুক্ত হওয়া যাবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীদের নিজের পছন্দের আউটলেট সিলেক্ট করে মোবাইল নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো, ক্যাম্পেইনের পোস্টটি পাবলিকভাবে শেয়ার করা এবং আরও ৩ জন বন্ধুকে অংশগ্রহণে আমন্ত্রণ জানাতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করলেই একজন অংশগ্রহণকারী পাবেন একটি ‘মেগা ঈদ গিফট’ জেতার সুযোগ। যদি তিনজন আমন্ত্রিত বন্ধু অংশগ্রহণ করেন, তবে মিলবে দ্বিতীয়বার জেতার সুযোগও।

তবে, উপহার গ্রহণের জন্য অবশ্যই ইনফিনিক্স নোট ৫০ সিরিজের যে কোনো একটি স্মার্টফোন ক্রয় করতে হবে। উপহার তালিকায় রয়েছে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশ কুপন, ইনফিনিক্স স্মার্ট এক্সওয়াচ ৩ চিক, ইনফিনিক্স স্মার্টফোন, ল্যাপটপ এবং ইভি-বাইক (ইলেকট্রিক বাইক)।

ঈদের এই আনন্দঘন সময়ে ইনফিনিক্সের লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য একটি মজার ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতা তৈরি করা। একই সঙ্গে নোট ৫০ সিরিজের মোবাইল কেনাকে আরও উপভোগ্য করে তোলা।

ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীরা ইনফিনিক্সের অফিসিয়াল ক্যাম্পেইন ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা নিকটস্থ ইনফিনিক্স অনুমোদিত আউটলেটে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS