মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

যুদ্ধবিরতির পর ফের মাঠে ফিরছে আইপিএল ও পিএসএল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার ইতি টানার পর, আবারও মাঠে গড়াতে চলেছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি টি-টোয়েন্টি লিগ—আইপিএল ও পিএসএল। সাময়িক স্থগিত হয়ে যাওয়া এই দুই প্রতিযোগিতাই নতুন করে শুরুর প্রক্রিয়ায় রয়েছে এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে।

পিএসএল ২০২৫: ফের শুরু হওয়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতেই:
পাক-ভারত যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল ১০ আবারও শুরু করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। জিও নিউজ সূত্রে জানা গেছে, বিদেশি খেলোয়াড়দের আপাতত দুবাইয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।

স্থানীয় খেলোয়াড়দের প্রস্তুত থাকতে বলা হয়েছে, আর বাকি থাকা আটটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ২৭টি ম্যাচ সম্পন্ন হয়েছিল, যেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

পিএসএল স্থগিতের মূল কারণ ছিল নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা সংঘর্ষ এবং ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। তবে যুদ্ধবিরতির মাধ্যমে এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় পিসিবি চাইছে দ্রুত বাকি ম্যাচগুলো সম্পন্ন করতে।

আইপিএল ২০২৫: ১৫ মে’র মধ্যেই ফের মাঠে গড়ানোর সম্ভাবনা:
একই পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৫ পুনরায় শুরুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ১০ মে’র যুদ্ধবিরতির পরদিনই (রোববার) বোর্ড একটি বৈঠকে বসছে ম্যাচ রি-শিডিউল ও ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।

ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ হওয়ার পর পুরো টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাকি রয়েছে ১২টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ।

বাকি ম্যাচগুলো দক্ষিণ ভারতের তিন শহর—চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে আয়োজনের পরিকল্পনা চলছে। তবে বড় চ্যালেঞ্জ হলো বিদেশি খেলোয়াড়দের ফেরানো। কারণ, তাদের মধ্যে অনেকেই দ্বিপাক্ষিক সিরিজ ও ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেবেন।

বোর্ডের লক্ষ্য, ১৫ মে’র মধ্যেই আইপিএল পুনরায় শুরু করে ২৫ মে’র আগেই টুর্নামেন্ট শেষ করা। তা না হলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া কঠিন হয়ে পড়বে।

সংক্ষিপ্ত সূচি ও আপডেট (সম্ভাব্য):

টুর্নামেন্টসম্ভাব্য পুনরায় শুরুর তারিখবাকি ম্যাচমূল ভেন্যু
আইপিএল ২০২৫১৫ মে, ২০২৫১৬টিচেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ
পিএসএল ১০মে ২০২৫-এর মাঝামাঝি৮টিরাওয়ালপিন্ডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS