বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হেফাজতে মারা যাওয়া ডাবলু জানাজায় হাজারো মানুষ  সঠিক বিচারের দাবি নেতা-কর্মী ও স্থানীয়দের শরীয়তপুরে বোমা বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় ৫ জন আটক সংবিধান সংস্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামল ব্যাংক খাত আইপিওতে কৃত্রিম দর ও কার্টেল ঠেকাতে কঠোর হচ্ছে বিএসইসি বিডি ক্লিনের উদ্যোগে ফকিরহাটে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম এর শুভ উদ্বোধন ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুরের উপ-সহকারী প্রকৌশলী বরিশালে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত এতিহ্যবাহী বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প…! দুর্নীতির অভিযোগে আলোচনায় আজগরা হাজী আলতাফ আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২১ Time View

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে অধ্যাপক ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন। শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি সদস্য দেশগুলোর প্রতি পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাই লাভবান হতে পারে।

এছাড়া, তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার কাছ থেকে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করেন।

সফরে অধ্যাপক ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি থাইল্যান্ড, ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিমসটেক মহাসচিব ইন্দ্রা মণি পান্ডের সঙ্গেও বৈঠক করেন।

থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব সুরক্ষামন্ত্রী ভারাউত শিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই-ও অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
 
প্রধান উপদেষ্টা গত ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছান এবং প্রতিবেশী দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক অনুষ্ঠানে যোগ দেন।

বিমসটেক হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS