ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামী শাহাদাত হোসেন সাধু (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২ এপ্রিল বুধবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন সাধু পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার দানিশ ব্যাপারি বাড়ির আঙ্গুর মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারী মাসে ও রমাজান মাসের শুরু থেকেই ভৈরবে ব্যপক হারে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গিয়েছিল। শহরের চিহ্নিত ছিনতাই স্পট ছিল রেলওয়ে স্টেশন রোড, নদী বাংলা সেন্টার পয়েন্ট এলাকা, নাটালমোড় এলাকাসহ বেশ কযেকটি জায়গা। এগুলোর মধ্যে নাটাল সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত ছিনতাই হতো। ওই এলাকার ছিনতাইয়ের নেতৃত্বে ছিল শাহাদাত হোসেন সাধু। গত ৬ মার্চ সকালে শহরের নাটালের মোড় মজিবুর স্টোরের সামনে রাস্তার উপর শাহাদাত হোসেন সাধুসহ অজ্ঞাতনামা ২/৩ জন দুস্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো রাম দা, চাপাতি, ছুরি সহ দেশীয় অস্ত্রের জিম্মি করে অহেদ আলী নামের এক ব্যাক্তির কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ সময় ওই ব্যক্তিকে গুরুতর আহত করে ছিনতাইকারী চক্র। ওই দিন রাতে অহেদ আলী শাহাদাত হোসেন সাধুকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ২/৩ জনের নামে থানায় মামলা করে। এ ঘটনার পর থেকে সাধু পলাতক ছিল। ২ এপ্রিল রাতে অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাধুকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, শাহাদাত হোসেন সাধু ভৈরবের শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় একাধিক চুরি, ছিনতাই ও দস্যুতার মামলা রয়েছে। ছিনতাইয়ের বিষয়ে সাধু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply