স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনছার আলী নামের এক ব্যবসায়ীর দেওয়া অটোরিকশা পেলো মা-বাবাহীন সিয়াম। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়ার পশী এলাকায় এ অটোরিকশাটি দেওয়া হয়।
অটোরিকশা পাওয়া সিয়াম বলেন, আমি জন্মের পর আমার বাবা অন্য জায়গায় বিয়ে করে মাকে ফেলে চলে যান। এর কিছুদিন মাও অন্য পুরুষকে বিয়ে করে আমাকে একা রেখে চলে যান। এরপর থেকে নানীর কাছে থেকেই বড়। দরিদ্র নানী অনেক কষ্টে কিছু পড়ালেখা করিয়েছেন কিন্তু অভাবের সংসারে বেশিদূর এগুতে পারিনি। শুরু করি জীবন চালানোর তাগিদে কর্ম। তবে সেখানেও বাঁধা হয়ে দাঁড়ায় ঘাতক গাড়ি। সড়ক দুর্ঘটনায় একটি পা ভেঙে যায়। পায়ে অপারেশনের মাধ্যমে রড দেওয়া হয়েছে। কোন কাজ করতে পারছিলাম না। বৃদ্ধ নানীকে নিয়ে অসহায় দিনযাপন করছিলাম। রূপগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী আনছর আলী আজকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। এখন এই অটোরিকশা চালিয়ে সংসার চালাবো। আনছর আলী সাহেব করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তায়ালা উনার ভালো করুক।
ব্যবসায়ী আনছর আলী বলেন, কিছুদিন আগে জানতে পারি সিয়ামের কথা। সে সড়ক দুর্ঘটনায় অকেজো হয়ে যায়। বাবা-মাহীন ছেলেটার কথা শুনে মনে হলো একটা কিছু করা দরকার তার জন্য। তাই আজকে তাকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় অসহায় সাধারণ মানুষের পাশে থাকতে পারি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply