বড় জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু করলো দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে তারা ১০৭ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। করাচিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১৫ রান করে। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রানে থামে আফগানরা।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ৮৯ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। ২০৮ রানে গিয়ে হয় অলআউট। তাদের রান ২০০ পেরোয় রহমত শাহর ব্যাটিং দৃঢ়তায়। তিন নম্বরে মাঠে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। এই সময়ে ৯২ বল খেলে ৯টি চার ও ১ ছক্কায় ৯০ রান করেন। মাত্র ১০ রানের আক্ষেপে পোড়েন তিনি।
রহমত শাহর বাইরে আর কেউ ১৮ রানের বেশি করতে পারেননি। আজমতউল্লাহ ওমরজাই ১৮, রশিদ খান ১৮, ইব্রাহিম জাদরান ১৬, গুলবাদিন নায়েব ১৩ ও রহমানুল্লাহ গুরবাজ করেন ১০ রান।
বল হাতে দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা ৮.৩ ওভারে ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। উইয়ান মুল্ডার ৯ ওভারে ৩৬ রানে নেন ২টি উইকেট। আর লুঙ্গি এনগিদি ৮ ওভারে ৫৬ রান দিয়ে নেন ২টি।
চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক ম্যাচে ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন।
তার আগে ব্যাট করতে নেমে রিকেলটনের সেঞ্চুরি ও আরো তিন ব্যাটসম্যানের ফিফটিতে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। যদিও ব্যাট করতে নেমে ২৮ রানেই টনি ডি জর্জির উইকেট হারায় তারা। সেখান থেকে রিকেলটন ও টেম্বা বাভুমা দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত পাইয়ে দেন। ১৫৭ রানের মাথায় বাভুমা ৫ চারে ৫৮ রান করে আউট হলেও রিকেলটন তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৪৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ফিফটি করেন তিনি। এরপর ১০১ বলে ৭টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম তিন অঙ্ক। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১০৬ বলে ১০৩ রান করে রান আউটে কাটা পড়েন ২৮ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার রান তখন ২০১।
এরপর ২৪৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় প্রোটিয়ারা। এ সময় রাসি ফন ডের ডুসেন ফিরেন ৪৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫২ রান করে। ২৯৮ রানের মাথায় ডেভিড মিলার ১৪ ও ২৯৯ রানের মাথায় মার্কো জানসেন শূন্যরানে আউট হন। তবে এইডেন মার্করামের অপরাজিত ৫২ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৩১৫ পর্যন্ত যায়। মার্করামের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল।
বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ নবী ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমদ।
পরের ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply