স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচির নামে নৈরাজ্য প্রতিহত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তারাবো পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রবিবার দুপুরের উপজেলা তারাবো পৌরসভার রূপসী স্ট্যান্ড এলাকা থেকে তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে তারাবো বিশ্বরোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাইজিদ প্রধান,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ,তারাব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ,তারাব পৌর যুবদল নেতা মোখলেস ভূঁইয়াসহআরো অনেকেই।প্রতিবাদ সমাবেশে তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ বলেন আওয়ামীলীগের সন্ত্রাসীরা ভারতে বসে এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাঁরা বিদেশে পালিয়ে থেকে কর্সমূচির ঘোষণা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে।
আমরা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রাজপথে থেকে আওয়ামীলীগের সন্ত্রাসীদের প্রতিহত করবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply