ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে স্বর্না আক্তার নামে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করে নেয়ার সময় ৩ নারীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
আটককৃতরা হলো, আমেনা বেগম, খাদিজা আক্তার সাথী ও সালমা বেগম। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ধইলাখাল গ্রামে। এদের মধ্যে খাদিজা আক্তার সাথীর নামে হাতিরঝিল থানায় দুটি চুরির মামলা রয়েছে ।
এ ব্যাপারে, রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে থামিলে ,ট্রেন থেকে নামার সময় এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি হয় । পরে রেলওয়ে থানায় অভিযোগ করলে ৩নারী কে আটক করা হয় । পরে জিজ্ঞাসাবাদে স্বর্ণের চেইনচুরির কথা স্বীকার করেন । এসময় তাদের কাছ থেকে স্বর্নের চেইনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রী স্বর্না আক্তার রেলওয়ে থানায় একটি মামলা দায়েরর পর তাদের কে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয় ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply