শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করল বাংলাদেশ ব্যাংক হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী রাণীনগরে অবৈধভাবে পুকুরের মাটি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ায় দেশের রিজার্ভ ৩২.৫৭ বিলিয়ন ডলার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদি মারা গেছেন পুঁজিবাজারের তথ্য দিতে ইনফরমেশন হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আছাদুর রহমান ২.১৪ কোটি টাকার শেয়ার কিনবেন স্যালভো কেমিক্যালের এমডি নুজহাত আনোয়ার ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

ভৈরবে প্রকৌশলীসহ পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে শিশু বৃদ্ধাসহ ২৫ জনের মতো আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত তাদেরকে কামড় দেয়। আহতদের মধ্যে ১৬ জনের নাম হাসপাতালে এন্ট্রি থাকলেও ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমেদ। এ ছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় আহতরা হলো, পৌর শহরের চণ্ডিবের এলাকার ২ বছরের শিশু সন্তান রফিয়া, ৪ বছরের শিশু সাহাবী ও পপি বেগম (৩৮), স্বপন মিয়া (২৫), গাছতলা ঘাট এলাকার বৃদ্ধা রাফিয়া (৬০), ভৈরবপুর এলাকার খোকন মিয়া (৩৮), পঞ্চবটি এলাকার নাজিদ মিয়া (৪৩), মমতা বেগম (৫০), উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সেলিম মিয়া (২০), একই এলাকার নুপুর বেগম (১৪), জাহানারা বেগম (৭০) ও রাজ্জাক মিয়া (৬০) ও স্মৃতি বেগম (৩০), আগানগর এলাকা দীপ্তি আক্তার (১৩), সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের রইছ মিয়া (৬৫) সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফের মা আক্তারবাণু (৫৮), হাসপাতাল চত্বরের মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লী ও উপজেলা শিক্ষা প্রকৌশলী রেজাউল করিম (৩৩)সহ ২৫ জন নারী-পুরুষ ও শিশু রয়েছে। 

এ বিষয়ে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ জানুয়ারি বিকাল ৩ টা থেকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রাম থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করেন। পর্যায়ক্রমে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর, শহরের স্টেডিয়াম পাড়া মেরাতলী এলাকায়, চণ্ডিবের এলাকায়, গাছতলাঘাট এলাকায়, ভৈরবপুর এলাকায় ও পঞ্চবটী এলাকায়, উপজেলা পরিষদের সামনে পথচারি, ও স্থানীয় বাসিন্দা শিশু, বৃদ্ধাসহ বেশ কয়েকজন নারী পুরুষকেম ধ্যরাত পর্যন্ত কামড় দিয়ে আহত করে৷ 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আজহার মিয়া বলেন, চণ্ডিবের স্বাস্থ্য কমপ্লেক্সে গেইটে স্বপন মিয়া ও হাসপাতালের ভিতরে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফের মা ও হাসপাতাল চত্বরে মসজিদের নামাজ পড়তে আসা একজন মুসল্লিকে পাগলা কুকুরটি কামড় দেয়। আমি কোন রকম বেঁচে যায়।

এ বিষয়ে আহত খোকন মিয়া বলেন, আমি স্টেডিয়াম পাড়া একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ একটি পাগলা কুকুর আমি সহ বেশ কয়েকজনকে কামড় দেয়। পরে আমিসহ কয়েকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

এ বিষয়ে আক্তার বাণু বলেন, আমি হাসপাতালে কোয়াটারে আমার বাসার গেইটে দাড়িয়ে ছিলাম হঠাৎ একটি কুকুর এসে কামড় দেয়। আমি এখনো আতঙ্কে রয়েছি।

এ বিষয়ে আহত মমতা বেগম বলেন, আমি আমার নাতনীকে নিয়ে দোকানে গিয়েছিলাম বিস্কিট কিনতে। হঠাৎ একটি পাগলা কুকুর এসে কামড় দেয়। পরে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। 

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ডা.আব্দুল করিম  বলেন, পাগলা কুকুরের কামড়ে গতকাল ১৭ জানুয়ারি থেকে আজ ১৮ জানুয়ারি মোট ১৮ জন চিকিৎসা নিয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা ভেকসিন নিয়ে বাসায় চলে যায়। কুকুরটি শনাক্ত করতে পারলে বুঝা যাবে হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা। কুকুরটি যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় দ্রুত ভেকসিন দিতে হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, এ প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। আমি বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কুকুরটি পাগল হওয়ার কারণ নিশ্চিত করে তারপর কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS