শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

আইপিএলের সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬ Time View

১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের। যদিও আইপিএলের এবারের আসরের সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরিবর্তিত সূচিতে আইপিএলের এবারের আসর শুরু হবে ২১ মার্চ।

অর্থাৎ, পুরো এক সপ্তাহ পেছানো হয়েছে এবারের আইপিএল শুরুর দিনক্ষণ। সঙ্গত কারণে পিছিয়ে গেছে আসরের ফাইনালের দিনক্ষণও। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে। বিসিসিআইয়ের সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের খেলা বা না খেলা সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অথবা পাকিস্তানের লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এর মাত্র পাঁচ দিনের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। সেই সময়ে এই মেগা ইভেন্টটি শুরু হলে কিছুটা তাড়াহুড়ো হয়ে যেত বলে মনে করছেন টুর্নামেন্টের পরিচালনা পরিষদ। যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ও আইপিএল শুরুর মাঝখানে দুই সপ্তাহের ব্যবধান চেয়েছে তারা।

গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে হবে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচটি। প্লে-অফে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। এ ছাড়া গত আসরের রানারআপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচটি। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS