ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে নুর মোহাম্মদ নামে একজন ভ্যান চালককে মারধর করে তার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে চিহ্নিত ছিনতাইকারী আরমানকে আটক করেছে ভৈরব শহড় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। আরমান ভৈরব পুর উত্তর পাড়া এলাকায় মিজানুর রহমান এর ছেলে। আজ শনিবার ( ১১ জানুয়ারী ) দুপুর আনুমানিক একটার সময় সুইপার কলোনীর সামনে থেকে তাকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, আরমান মাদকাসক্ত, মাদকের টাকা যোগার করতে সে প্রায়শই ছিনতাই কর্মে জড়িয়ে পড়ে।
ভৈরব শহড় ফাঁড়ির এ টি এস আই মো ঃ সাইফুল বলেন, আরমান সে একজন চিহ্নিত ছিনতাইকারী। গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার দূপুরে ভৈরব পুর মনমারা ব্রিজ এলাকা থেকে ভ্যান চালক নূর মোহাম্মদ কে মারধর করে ১৬শত টাকা ছিনিয়ে নেয়। সে প্রায়ই সাধারণ মানুষকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নয়ে যায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে। গত ৯ জানুয়ারী ভৈরব পুর মনামারা ব্রিজ এলাকা থেকে খেটে খাওয়া ভ্যান চালক নূর মোহাম্মদকে মারধর করে তার ১৬শত টাকা টাকা ছিনিয়ে নিয়েছিল। বিষয়টি জানতে পেরে তাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। খবর পেয়ে আজ দুপুরে সুইপার কলোনী থেকে ছিনতাইকারী আরমানকে আটক করেছি। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply