ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৭ ডিসেম্বর) হোঁচট খেয়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব। প্যালেসের মাঠে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা। অপর ম্যাচে নটিংহ্যামের কাছে হেরে গেছে ইউনাইটেড।
লিগে টানা চার হারের পর গত ম্যাচে নটিংহ্যামকে হারিয়ে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। তবে এক ম্যাচ পরই আবারও হোঁচট খেল তারা। এবার প্যালেসের মাঠে ড্র নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার দল। ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে সিটি। চতুর্থ মিনিটে প্যালেসকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ।
তবে সমতায় ফিরতে দেরি করেনি সিটিজেনরা। ৩০তম মিনিটে সিটিকে সমতায় ফেরান হলান্ড। মাথেউস নুনেসের ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান তিনি। দ্বিতীয় হাফের শুরুতে আবারও এগিয়ে যায় প্যালেস। ৫৬তম মিনিটে হিউসের কর্নার থেকে হেডে গোল করেন ম্যাক্সেন্স লাখোয়া। তবে ৬৮তম মিনিটে আবারও ম্যাচে সমতায় ফেরে সিটি।
বের্নার্দো সিলভার ছোট পাস বক্সে পেয়ে জোরাল শটে স্কোরলাইন ২-২ করেন তরুণ ইংলিশ ডিফেন্ডার লুইস। তবে ম্যাচ শেষের আগে লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ সময়ে সিটিজেনরা ১০ জনে পরিণত হলেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন হয়নি। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটিজেনরা।
এদিকে ঘরের মাঠে নটিংহ্যামের কাছে হেরে গেছে আমোরির ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটে নিকোলা মিলেনকোভিচের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৮তম মিনিটে হইলুন্দের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। ১-১ সমতায় শেষ হয় প্রথম হাফ।
দ্বিতীয় হাফে দুই গোল করে ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে দেয় নটিংহ্যাম। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে গিবস-হোয়াইটের জোরাল শট ওনানার কাছ দিয়ে গেলেও ঠেকাতে পারেননি তিনি। ৫৪তম মিনিটে হেডে স্কোরলাইন ৩-১ করেন ক্রিস উড। গিবস-হোয়াইটের ক্রসে দূরের পোস্টে হেডে গোলটি করেন তিনি।
৬১তম মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। বক্সে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়কে এড়িয়ে আমাদ দিয়ালো পাস দেন ব্রুনো ফার্নান্দেসকে। ওয়ান টাচে তা জালে জড়ান ইউনাইটেডের অধিনায়ক। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ইউনাইটেড। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে আমোরির দল। ১৯৯২ সালের এপ্রিলের পর প্রথমবার ইউনাইটেডের বিপক্ষে টানা দুটি লিগ ম্যাচ জিতল নটিংহ্যাম।
১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে অবস্থান করছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে নটিংহ্যাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply