ক্লাব বিশ্বকাপের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে বসবে ক্লাব বিশ্বকাপের মেগা আসর। এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে হলো জমকালো ড্র অনুষ্ঠান। উন্মোচিত হয়েছে বিশ্বকাপের নতুন ট্রফি।
আট গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ৩২টি দল। লিওনেল মেসির ইন্টার মায়ামি পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। ‘এ’ গ্রুপে মেসিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ পোর্তো। ম্যানচেস্টার সিটি খেলবে জুভেন্টাসের বিপক্ষে। পিএসজির গ্রুপে আছে কঠিন প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ।
টুর্নামেন্টের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ পড়েছে ‘এইচ’ গ্রুপে। একই গ্রুপে আছে সৌদি ক্লাব আল-হিলাল। সব ঠিকঠাক থাকলে ব্রাজিলের দুই সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার জুনিয়র ক্লাব প্রতিপক্ষ হিসেবে একে অপরের মুখোমুখি হতে পারেন।
২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। মোট ম্যাচ সংখ্যা ৬৩টি।
এক নজরে কে কোন গ্রুপে
গ্রপ এ : ইন্টার মায়ামি, পালমেইরাস, পোর্তো, আল আহলি।
গ্রুপ বি : পিএসজি, অ্যাথলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি : বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রুপ ডি : ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, অলিম্পিক লিও।
গ্রুপ ই : রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ : ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ জি : ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ : রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply