প্রথম ইনিংসে ইয়েস্ত ইন্ডিজের বড় সংগ্রফের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা সুখকর হয়নি। শুরুতেই ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনটা নিজের করে নিয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। তৃতীয় দিনে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ।
শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৪১০ রানে পিছিয়ে মেহেদী হাসান মিরাজের দল। এর আগে দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪৫০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
২৫০ রানে ৫ উইকেট নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ এদিন ১১ রান তুলতেই ২ উইকেট হারায়। কিন্তু জাস্টিন গ্রিভস টেল এন্ডার কেমার রোচকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন। এই জুটিতে ১৪০ রান যোগ করেন দুজনে। দলীয় ৪০১ রানে কেমার রোচ বিদায় নেন। তার আগে ১৪৪ বলে ২ চারে ৪৭ রানের ইনিংস খেলেন এই পেসার।
রোচের বিদায়ের পর জেডন সিলস ও শামার জোসেফের সঙ্গেও জুটি বাঁধেন গ্রিভস। তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে এসে প্রথম শতকের দেখা পেলেন এই বারবাডিয়ান অলরাউন্ডার। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তার আগে ২০৬ বলে ৪ চারে ১১৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ১৮ ও ১১ রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দেন সিলস ও জোসেফ।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১১ ওভারের মধ্যেই বিদায় নিয়েছেন দুই ওপেনার। পরপর দুই ওভারে আউট হন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। সিলসের করা দশম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান ৩৪ বলে ৩ চারে ১৫ রান করা জাকির। পরের ওভারের শেষ বলে শামার জোসেফকে খেলতে গিয়ে আথানজের হাতে ধরা পড়েন জয়। আউট হওয়ার আগে ৩৩ বলে ৫ রান করেন তিনি।
দুজনের বিদায়ের পর বাকি সময়টা ভালোয় ভালোয় কাটিয়ে দিয়েছেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু। ২৩ বলে ৭ রানে অপরাজিত আছেন মুমিনুল। ৩১ বলে ১০ রান করেছেন দীপু।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply