ক্রিস্টিয়ানো রোনালদোকে রেখেই আসন্ন নেশন্স লিগের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। শুক্রবার (৮ নভেম্বর) দলটির কোচ রবার্তো মার্টিনেজ ২৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন।
৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো দলে সুযোগ পেলেও ছিটকে গেছেন তারই সতীর্থ আল হিলালের ফুটবলার রুবেন নেভেস। আগামী শুক্রবার (১৫ নভেম্বর) পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। পরের ম্যাচে সোমবার (১৮ নভেম্বর) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা।
পর্তুগাল স্কোয়াড: গোলরক্ষ: দিয়েগো কোস্তা, রুই সিলভা, জোসে সা।
রক্ষণভাগ: দিয়েগো ডালট, জোয়াও কানসেলো, নেলসন সেমেডো, নুনো মেন্ডেস, নুনো তাভারেস, টমাস অরাউজো, থিয়াগো জালো, রেনাতো ভিগা, অ্যান্তোনিও সিলভা।
মিডফিল্ডার: ওতাভিও মোন্তেইরো, ম্যাথিউস নুনেস, পেড্রো, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেজ, জোয়াও ফেলিক্স।
ফরোয়ার্ড: ভিতিনহা, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসিকাও, ফ্রান্সিসকো ট্রিনকাও, রাফায়েল লেয়াও, ক্রিস্টিয়ানো রোনালদো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply