ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ভৈরবে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।
শনিবার(২নভেম্বর)সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর উদ্যোগে উপজেলা চত্বরে বর্নাঢ্য র্যালী ও জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। পরে বঙ্গবন্ধু হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ রাফি।
এছাড়া ও সমবায় সমিতি, ও মাল্টিপারপাস কো-অপারেটিভ এর বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তৃতারা বলেন, প্রতি বছর নবেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply