ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে তিনদিন ব্যাপি বিজ্ঞান মেলাসহ নানান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের আমলাপাড়া উদয়ন স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। বিদ্যালয় পরিচালক মতিউর রহমান সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগন।
এসময় বক্তারা বলেন, কাগজে কলমের মাধ্যমে শিক্ষা অর্জন এক সময় বাস্তব জিবনে কাজে লাগে না৷ তাই মানুষকে লেখা পড়ার পাশাপাশি নানাবিদ শিক্ষা অর্জন করতে হয়। আজকে যারা মেধা মননের মাধ্যমে ছোট ছোট উদ্ভাবন আবিস্কারের চেষ্টা করছে তারা ক্ষুদে বিজ্ঞানী। একসময় তারা দেশবিদেশে তাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে সুনাম বয়ে আনবে। দেশের খ্যাতি অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকার পালন করবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply