ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে বিদ্যুতস্পষ্ট হয়ে ইব্রাহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৭ টায় উপজেলার শ্রীনগর উত্তর পাড়া গ্রামে এঘটনাটি ঘটে। শ্রীনগর গ্রামের উত্তরপাড়া মৃত ইউনুছ মিয়ার ছেলে নিহত ইব্রাহিম। সে পেশায় রাজমিস্ত্রি ছিল।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় তার বাসা বাড়ীর বিদ্যুতের মুল লাইনের তার বিচ্ছিন্ন হয়ে গেলে রাত ৭ টায় ইব্রাহিম বিদ্যুতের লাইনম্যানকে না ডেকে নিজেই হুক দিয়ে লাইনের তারটি লাগাতে গিয়ে বিদ্যুতস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এই ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকার ৭নং ওয়ার্ডেরর ইউপি মেম্বার মানিক মিয়া বলেন, তার বাসার বিদ্যুতের মুল লাইনের তার বিদ্যুত অফিসের লাইনম্যান ছাড়া নিজে লাগাতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply