গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিববন্ধন এবং দলীয় প্রতীক ‘ট্রাক’ দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসি সচিব শফিউল আজমের সই করা প্রজ্ঞাপনে গেজেট প্রকাশ করা হয়।
এর আগে বিকেলে ইসির এক প্রজ্ঞাপনে গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া হয়। দলটি নির্বাচনী প্রতীক পায় ট্রাক।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২-এর চ্যাপ্টার ভিআইএর বিধান অনুযায়ী গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নম্বর ০৫১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক নুর।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply