শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রাথী করার দাবিতে গণমিছিল ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বন্দর চুক্তিই একটা বড় দুর্নীতি : মোমিন মেহেদী অবিলম্বে শ্রমিকদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে, শেখ রফিকুল ইসলাম বাবলু ভোলা বরিশাল সেতুর দাবিতে ছাত্র জনতার পথযাত্রা সংক্ষিপ্ত অবস্থানে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সংহতি প্রকাশ সনাতন ধর্ম নিয়ে সাবেক সংসদ সদস্য হারুনর রশীদ- কর্তৃক কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ভূমিকম্পে দেশে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক ও দুঃখ প্রকাশ ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পের বড় ঝাঁকুনি তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর অভিযান, রাইফেল, পিস্তল এবং শর্টগান উদ্ধার জলবায়ু সুবিচারের দাবিতে ঢাকায় ধর্মঘট: তরুণ ও শ্রমিকদের জ্বালানি মহাপরিকল্পনা প্রত্যাখ্যান ও কপ৩০ সম্মেলনে ন্যায্য রূপান্তরের নিশ্চিতের দাবি

ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ভারতের ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১৯৪) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সেখানে ভারত আগে ব্যাট করতে নেমে পর পর দুই বলে ২ উইকেট হারিয়ে কোনো রান করতে পারেনি। ফলে ১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন ইয়াসির আলী রাব্বি। সহজ লক্ষ্যও কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন জিসান ও হাবিবুর। পঞ্চম ওভারে দলীয় ৪৩ রানে জিসানের বিদায়ে ভাঙ্গে এই জুটি। ১৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৬ রানে থামে জিসানের ইনিংস। এরপর একাই লড়াই চালিয়ে যান হাবিবুর। ৪৬ বলে ৬৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। যদিও তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউ। আব্রার ১৯ বলে ১৩, আকবর ১০ বলে ৯ আর রনি ২ বলে শূন্য রানে আউট হন।

হাবিবুরের বিদায়ের পর তাণ্ডব চালান এসএম মেহরব হোসেন ও ইয়াসির আলী। এই জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংসের শেষ ১২ বলে বাংলাদেশ পায় অবিশ্বাস্য ৫০ রান। মাত্র ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দেন মেহরব। ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন ইয়াসির। বাংলাদেশ ‘এ’ দল করে ৬ উইকেটে ১৯৪।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন বিজয়কুমার। ৪ ওভারে উইকেটশূন্য থেকে তার খরচ ৫১ রান। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সুযশ শর্মা। ৪ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন তিনি। ৩৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন গুরজাপনিত সিং।

১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতও কড়া জবাব দেয়। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) এবং প্রিয়াংশ আর্যর (২৩ বলে ৪৪) ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই চালকের আসনে বসে ভারত। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) ও আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা।

শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান, কিন্তু আকবরের বলে ৩ রান নিলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং আবু হায়দার রনি। ১টি করে উইকেট তোলেন রিপন মন্ডল এবং আবদুল গাফফার সাকলাইন।

সুপার ওভারে ভারত নামায় জিতেশ শর্মা এবং রামানদ্বীপ সিংকে। প্রথম বলে জিতেশকে ফেরান রিপন মন্ডল। পরের বলে ক্যাচ আউট হয়েছেন তিনে নামা আশুতোষ শর্মা। ২ বল খেলে ০ রানেই অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে প্রথম বলে আউট হন ইয়াসির আলী চৌধুরী। পরের বলে সুয়াশ শর্মা দেন ওয়াইড। আকবর আলী স্ট্রাইকে থাকলেও কোনো রান নিতে হয়নি তাকে। ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

রুদ্ধশ্বাস এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা লাল-সবুজ প্রতিনিধিরা এখন শিরোপা জয়ের অপেক্ষায়। ফাইনালে রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS