ফিলিস্তিনের গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আক্রমণে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের প্রাণহানি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালালে নতুন করে শুরু হওয়া এ যুদ্ধে গাজা উপত্যকায় ৭৬ হাজার ৯৪ জন আহত হয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে। ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply