শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছে সিপিবি(এম) শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ১৮ কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বিজিবি’র বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত দর্শনা কেরুতে ১০২ কোটির নতুন বয়লিং হাউজে ‘স্লো ফায়ারিং’ উদ্বোধন ডিসেম্বরেই আখ মাড়াই শুরুর লক্ষ্য, ১৩ বছর পর আধুনিকায়নের পথে মিল ১৪ মাসেও পূরণ না হওয়া নার্স-মিডওয়াইফদের ন্যায্য দাবীগুলো অতিসত্ত্বর বাস্তবায়নের দাবীতে নার্স-মিডওয়াইফ মহাসমাবেশ অনুষ্ঠিত ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ ঢাকা-১৭ আসনের গণসংযোগে জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান সিলেটের যুবলীগের সাংগঠনিক রাণাসহ তার সহযোগীরা ছাগল চুরি করতে গিয়ে বগুড়ায় গ্রেফতার হয়ে ছিলো ২০২৩ সালে শুধু মতিঝিল কার্যালয় নয়, কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্রসহ পাঁচ ধরনের সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা

অবরোধের ৬ দিনে ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের প্রথম ছয় দিনে দেশের অর্থনীতির সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পোস্টে একথা বলেন। জয় তার ফেসবুক পোস্টে লিখেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতিমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাজনীতি বিষয়ে বাংলাদেশি ইংরেজি ভাষার ব্লগ bdanalytica-এ প্রকাশিত একটি নিবন্ধের ওয়েব লিঙ্ক শেয়ার করে জয় লিখেছেন, প্রধানত বাস এবং ট্রাকগুলোকে লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জয় আরও লিখেছেন, বিএনপি ও তাদের সহযোগীরা তাদের গুণ্ডাদের প্রতিটি হামলার জন্য তিন হাজার টাকা দিচ্ছে। পরিবহন খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে, কারণ বেশি ঝুঁকির কারণে ভাড়া আকাশচুম্বী হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশকে ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যের মৃত্যু হয় ও আহত হন অনেকে। এ ঘটনায় মামলা দায়েরের পর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে থাকে পুলিশ। এ অবস্থায় নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। পরে ৩০ অক্টোবর থেকে টানা তিন দিন দেশব্যাপী অবরোধের ডাক দেওয়া হয়। মাঝে তিন দিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। এরপর ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS