সিএনজিচালিত অটোরিকশায় ঘুরে বেড়ানোর নামে ছাগল চুরি করার অভিযোগে বগুড়া থেকে আটক করা হয় সিলেটের দক্ষিণ সুরমা যুবলীগের সাংগঠনিক রাণা সহ তার সহযোগীরা।
পুলিশের ভাষ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে তিনটি ছাগলসহ পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল দল অটোরিকশার ভেতরে ছাগল দেখে সন্দেহ হলে তাদের গতিরোধ করে। জিজ্ঞাসাবাদের সময় কথায় অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তারা ছাগল চুরি করার কথা স্বীকার করেন।
উপজেলার মহিপুর জুয়ানপুর এলাকার হাইওয়ে থেকে ১৬ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছে থেকে তিনটি ছাগল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটক যুবকরা হলেন-সিরাজগঞ্জ সদরের মিরপুর কালাচানের মোড় এলাকার মজিবুর শে
(২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাংগঠনিক আব্দুল আলিম রাণা (৩৬), সাগর (২২), হাইউল (২২) ও অটোরিকশা চালক আলমগীর হোসেন।
আটক অটোরিকশা চালক আলমগীর হোসেন বলেন, ‘ যাত্রীরা আমার পরিচিত। সকালে ঘুরতে যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে তারা সিরাজগঞ্জ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় চান্দাইকোনা এলাকায় পৌঁছালে রাস্তা থেকে তারা একটি ছাগল গাড়িতে তুলে নেন।
‘তখন গাড়িতে ছাগল তোলার কারণ জানতে চাইলে ওরা পিকনিক করার কথা বলে। ওই সময় পাশে থাকা আরও দুটি ছাগল দেখে সেগুলো বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। তাদের কথা মতো ছাগল তিনটি গাড়িতে তুলে নিয়ে নয়মাইল হাটে বিক্রির জন্য নেয়া হচ্ছিল।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘মহাসড়কে থ্রি হুইল যান চলাচল রোধে আমাদের টিম সবসময় হাইওয়ে রাস্তায় টহল দেয়। এরই ধারাবাহিকতায় দুপুরে তিনটি ছাগল ও একটি সিএনজিসহ পাঁচজনকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের শেরপুর থানায় হন্তান্তর করা হয়েছে।
সূত্রে জানা যায়, আব্দুল আলিম সিলেট দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ২০২৩ সালে একটি ছিনতাইর ঘটনায় সিলেট বাবনা পয়ন্টে গণধোলাইর শিকার হয়, তখন কাশেম নামের এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী একটি ছিনতাই মামলা করেন সিলেটের দক্ষিণ সুরমা থানায়, এ মামলায় পুলিশে ভয়ে দীর্ঘ কয়েক মাস ধরে বগুড়ার মিরপুর এলাকায় ছিনতাইকারি সাগরের বাসায় আশ্রয় নিয়ে সেখানেও নানা অপরাধমূলক কাজে জড়ে পড়ে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply