বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

ইতিহাস গড়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে এর আগে তিন বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। তিন দেখাতেই লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। শুধু ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি বিশ্বপকাপেও লঙ্কানদের বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। তবে এবার ভিন্ন গল্প লিখলো সাকিব আল হাসানের দল। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা।

সোমবার (৬ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ থেকে আগেভাগেই বাদ পড়ে গেলেও এই ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।

টানা ৬ হারের পর এই ম্যাচ জিতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে। তাই সামনের ম্যাচটা এই দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বারবারই উত্তাপ ছড়িয়েছে। বিশ্বকাপের মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিতর্কিত আউট সেই উত্তাপ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পুরো ম্যাচজুড়েই দেখা গেছে খেলোয়াড়দের কথার লড়াই।

ম্যাথুসের আউট বিতর্ককে পেছনে ফেলে রানতাড়ার শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে শ্রীলঙ্কা।  দলীয় ১৭ রানে দিলশান মাদুশঙ্কার বলে পাথুম নিসাঙ্কার কাছে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।  

প্রথম উইকেট হারানোর পর দারুণ কিছু শট খেলেন লিটন দাস। তবে তাকেও তুলে নেন মাদুশঙ্কা। বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হন লিটন। ২২ বলে দুই চার ও দুই ছক্কার মারে ২৩ করে ফেরেন লিটন।

তবে তার বিদায়ের পর বড় জুটি গড়েছেন সাকিব-শান্ত। ১৪৯ বলে গড়া তাদের ১৬৯ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। ফিফটির দেখা পেয়েছেন দুজনেই। ১০১ বলে ৯০ রান করেছেন শান্ত। সাকিব করেছেন ৬৫ বলে ৮২ রান।

সাকিব-শান্ত দুজনকেই দ্রুত সময়ের মধ্যে ফেরান অ্যাঞ্জেলো ম্যাথুস। তাতে খানিকটা চাপেই পড়ে যায় বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে তবুও ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু মাদুশঙ্কার বলে মুশফিক ফিরলে ফের চাপে পড়ে বাংলাদেশ। 

দ্রুত সময়ের ব্যবধানে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজকেও হারায় বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও শেষমেশ তানজিম হাসান সাকিব এবং তাওহদীদ হৃদয়ের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।   

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। শরিফুল ইসলামের বলে দুর্দান্ত এক ডাইভে কুশল পেরেরার (৪) ক্যাচ ধরেন মুশফিকুর রহিম। তবে তৃতীয় উইকেট জুটিতে দ্রুতই রান তুলছিলেন পাথুম নিশানকা ও অধিনায়ক কুশল মেন্ডিস। দ্বাদশ ওভারে কুশল মেন্ডিসকে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব। ৩০ বলে ১৯ রান করেন লঙ্কান দলপতি। মেন্ডিসের বিদায়ের পর আর টেকেননি নিসাঙ্কাও, তাকে বোল্ড করে বিশ্বকাপে প্রথম উইকেটের দেখা পান তানজিম সাকিব।  

নতুন দুই ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আসালাঙ্কা আরও একটি জুটি গড়েন। এই জুটিতে ৬৩ রান যোগ করেন তারা। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এই জুটিও ভাঙেন সাকিব। ৪২ বলে ৪১ রান করে সাকিবের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন সামারাবিক্রমা।

এরপরই ঘটে অদ্ভূত ঘটনা। ক্রিজে ভুল হেলমেট নিয়ে এসেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ফিতা ছেঁড়া থাকায় সেই হেলমেট বদলে নতুন একটি হেলমেট নিয়ে আসা হয়। কিন্তু সেটিও খেলায় ব্যবহারের উপযোগী মনে করেননি এই অলরাউন্ডার। সময় ক্ষেপণের জন্য বাংলাদেশ এ সময় আউটের আবেদন জানালে তাকে আউট দেন আম্পায়ার। ম্যাথুস-ই প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ হলেন।

ম্যাথুস কোনো বল না খেলেই সাজঘরে ফেরার পর ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন চরিথ আসালাঙ্কা। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৩৬ বলে ৩৪ রান করেন ডি সিলভা। তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন আসালাঙ্কা। ১০৫ বলে ৬ চার ও ৫ ছয়ে ১০৮ রান করে তানজিম সাকিবের শিকারে পরিণত হন আসালাঙ্কা।  ৩১ বলে ৩ চারে ২২ রান করে শরিফুলের বলে আউট হয়েছেন মাহেশ থিকশানা। শ্রীলঙ্কা থামে ২৭৯ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS