বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। বিশ্ব আসরে এর আগে বড় জয়টি ছিল ২৭৫ রানের। সে রেকর্ডটিও ছিল অজিদেরই।

দিল্লিতে বুধবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার দেয়া ৪০০ রান তাড়া করতে নেমে ২১ ওভারে মাত্র ৯০ রান করে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

ডাচদের শতরানের আগে গুটিয়ে দেয়ার পথে একাই ৪ উইকেট নিয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা। ২ উইকেট নিয়েছেন মিচেল মার্শ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

রান তাড়ায় নেমে এদিন অজি বোলারদের তোপের মুখে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছাড়া ক্রিজে স্থায়ী হতে পারেননি আর কোনো ডাচ ব্যাটার। ৫৩ রানে শুরুর ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়া দলের হাল ধরতে পঞ্চম উইকেটে ক্রিজে নেমেছিলেন এডওয়ার্ডস। তিনি ক্রিজের একপ্রান্ত আগলে রাখলেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে অপরপ্রান্ত।

শেষদিকে মাত্র ৪ রানের ব্যবধানে একাই ৪ উইকেট তুলে নিয়ে ডাচদের ইনিংস ৯০ রানে বেঁধে দেন জাম্পা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিত সিং। ২২ বল মোকাবিলায় ১২ রানে অপরাজিত ছিলেন এডওয়ার্ডস।

এদিন ডাচদের ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের নতুন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এর আগের রেকর্ডটিও অজিদেরই দখলে ছিল। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়ে রেকর্ডটি গড়েছিল তারা।

এর আগে দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়া ম্যাক্সওয়েলের ইনিংস এদিন থেমেছে ৯ চার ও ৮ ছক্কায় ৪৪ বলে ১০৬ রান করে। ৯৩ বলে ১০৪ রান করেছেন ওয়ার্নার। এছাড়া ফিফটি তুলে নিয়েছেন স্মিথ ও লাবুশেন। ডাচদের হয়ে ৭৪ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার লগান ফন বিক। এছাড়া ২ উইকেট নিয়েছেন বাস ডি লিডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS