বিশ্বকাপ মিশনে টানা দ্বিতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে কিউইরা।
হায়দরাবাদে সোমবার (৯ অক্টোবর) ৩২৩ রান তাড়ায় নেমে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে গেছে ডাচরা। ১০ ওভারে ৫৯ রান খরচায় আসরের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট তুলে নিয়েছেন স্যান্টনার। এছাড়া ৪০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই কিউই বোলারদের তোপে পড়ে ডাচ ব্যাটাররা। ২০ বলে ১২ রান করে হেনরির বলে বোল্ড হন বিক্রমজিত সিং। আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ ৩১ বলে ১৬ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। দলীয় ৬৭ রানে রাচিন রবীন্দ্রর বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন বাস ডি লিডি। ২৫ বলে তিনি করেন ১৮ রান।
একপ্রান্ত আগলে রেখে দলের হয়ে লড়াই চালিয়ে যান কোলিন অ্যাকারম্যান। তবে তাকে সঙ্গ দিতে পারেননি তেজা নিদামানুরু। ২৬ বলে ২১ করে রান আউটের শিকার হন তিনি। দলীয় ১৬৭ রানে অ্যাকারম্যানও সাজঘরে ফিরলে লড়াই থেকে অনেকটা ছিটকে যায় নেদারল্যান্ডস। ৭৩ বলে ৫ চারের মারে ৬৯ রানে থামে তার ইনিংস। শেষদিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২৭ বলে ৩০ ও সিব্র্যান্ড এনগেলব্রেখটের ৩৪ বলে ২৯ রানে কমে হারের ব্যবধান। এ নিয়ে কিউইদের বিপক্ষে পাঁচ বারের দেখায় সবকটি ম্যাচে হারল ডাচরা।
এর আগে রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড । প্রথম তিন ওভার মেইডেন দিলেও ১২ ওভারের মধ্যে তারা স্কোরবোর্ডে ৬৭ রান দাঁড় করান দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং।
১৩তম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় ডাচরা। ফন ডার মারউইকে তুলে মারতে গিয়ে ওয়াইড লং অনে ধরা পড়েন কনওয়ে। ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩২ রানে থামে তার ইনিংস। আরেক ওপেনার ইয়াং তুলে নেন ফিফটি। দ্বিতীয় উইকেটে রবীন্দ্রের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে তিনি বিদায় নেন ২৭তম ওভারে। ফন মিকেরেনের বলে মিড অনে ধরা পড়ার আগে ৮০ বলে ৭ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৭০ রান। আগের ম্যাচে সেঞ্চুরি করা রবীন্দ্র এদিন আউট হওয়ার আগে ফিফটি তুলে নেন। ৩৩তম ওভারে মারউইর শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে ৫১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫১ রান আসে।
তার বিদায়ের পর ড্যারিল মিচেল ও টম ল্যাথাম মিলে চতুর্থ উইকেটে তুলে নেন আরও ৫৩ রান। মিচেল ৪৬ বলে ৪৮ রান করে ফিরে গেলেও ফিফটি তুলে নেন ল্যাথাম। ৪৬ বলে ৬ চার ও ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৩ রান। শেষদিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ৩০০ ছাড়ানো সংগ্রহ পায় কিউইরা।
বল হাতে কিউদের বিপক্ষে এদিন ২টি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ফন ডার মারউই।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। টানা দুই বড় জয়ে টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গাটা আরও ভালোভাবে পোক্ত করল তারা। অন্যদিকে পাকিস্তানের পর ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেও হেরে পয়েন্টশূন্য ডাচরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply