পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সব কোম্পানি এখনো পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে অবণ্টিত লভ্যাংশ জমা করেনি, তাদেরকে আগামী ৩১ মার্চের মধ্যে তা জমা করতে হবে। এই সময়ের মধ্যে তা জমা না করলে সংশ্লিষ্ট কোম্পানিকে বড় আকারের জরিমানা করা হবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (১৫ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুভজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজধানীর দিলকুশা হোটেল পূর্বাণীর হল রুমে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড ( সিএমএসএফ) এর উদ্যেগে বিনিয়োগকারীদের অদাবিকৃত লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান উদ্বোধনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং জাতীয় রাজস্ব বার্ডোর সাবেক চেয়ারম্যান ও সিএমএসএফ’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আ্যসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির সদ্য সাবেক প্রেসিডেন্ট আজম জে চৌধুরী। এ ছাড়াও সিএমএসএফ’র পরিচালনা পরিষদ, বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্য এবং সিএমএসএফ’র প্রথম চিফ অব অপারেশন মনোয়ার হোসেন এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দীর্ঘদিন কিছু বিনিয়োগকারী বিভিন্ন কারণে তাদের টাকা পেতে সমস্যায় পড়েছেন। কিন্তু সিএমএসএফের বর্তমানের কাজের ধারাবাহিকতায় যারা তাদের টাকা পেয়েছেন তারা তাদের কাছের লোকদের এই খবর দিবেন। এতে করে মানুষ জানবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা রয়েছে এবং কাজ করছে।
তিনি আরও বলেন, অনেকে মনে করেন, পুঁজিবাজারে ভয় রয়েছে। আমরা বলবো সুন্দর পুঁজিবাজারের জন্য সরকার কাজ করছে এবং কমিশন কাজ করছে। আমরা আপনাদের জন্য কাজ করছি আপনারা ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করুন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আমাদের বিনিয়োগকারীরা বিভিন্ন জটিলতায় তাদের প্রাপ্য পাচ্ছেন না। বর্তমানে সিএমএসএফের উদোগ একটি মাইলফলক হবে বলে মনে করছি। সিএমএসএফ যে দায়িত্ব নিয়েছে তা যথাযথভাবে পালন করবে এবং এখন পর্যন্ত যে সব মানুষ আনক্লেম সমস্যার মধ্যে রয়েছে তাদের সমস্যা সমাধান করবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা সুন্দর একটা সিস্টেমে চলে আসতে পারবো।
সমাপনী বক্তব্যে সিএমএসএফ’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাজারের স্থিতিশীলতার ক্ষেত্রে সিএমএসএফ’র বিভিন্ন কার্যক্রম তুল ধরেন।
উল্লেখ্য, সিএমএসএফ’র প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি বিনিয়োগকারীদের দাবি নিস্পত্তি করা, এর অংশ হিসেবে সিএমএসএফ দাবি নিম্পত্তির প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই ১৮টি দাবি নিষ্পত্তি করেছে। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply