বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার মিশনে রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়ে টেবিলের সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭৮ তাড়া করতে নেমে কুমিল্লার বোলিং তোপে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে রংপুরের ইনিংস থেমেছে ১০৭ রানে।
কুমিল্লার পক্ষে ১৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ২টি করে উইকেট নিজেদের দখলে নিয়েছেন তানভীর ইসলাম ও সুনীল নারিন।
রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে এদিন রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুস্তাফিজদের বোলিং তোপে পড়ে রংপুরের ব্যাটাররা। দলের খাতায় ১২ রান যোগ হতেই ওপেনার মোহাম্মদ নাঈম (৬) তানভীরের বলে জাকের আলীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
আরেক ওপেনার রনি তালুকদারও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। ১৩ বলে ১৩ রান করে তিনি বোল্ড হন নারিনের বলে। ইংলিশ ব্যাটার টম ক্যাডমোরকে (১) লেগ বিফোরের ফাঁদে ফেলেন তানভীর। অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ হন দলকে কুমিল্লার বোলিং তোপ থেকে উদ্ধার করতে। তিনি ৫ বলে ৭ রান করে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। দলীয় ৫৭ রানে ১১ রানের ইনিংস খেলে মুস্তাফিজের বলে কট বিহাইন্ড হন শামীম হোসেন।
একা লড়াই করে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ২২ বলে ২৯ রান করে তিনি শিকার হন মুস্তাফিজের। অঘটনের নায়ক হতে পারেননি আজমতুল্লাহ ওমরজাই কিংবা রাকিবুল হাসানরা। তাতে ১০৭ রানেই থেমে যায় রংপুরের ইনিংস।
এ জয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে কুমিল্লা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে রংপুর। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করা সাকিবের ফরচুন বরিশালের সামনে এখনো সুযোগ আছে শীর্ষ দুইয়ে জায়গা করে নেয়ার। সন্ধ্যায় তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের।
এর আগে মিরপুরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল কুমিল্লা। প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ান। ওপেনিং জুটি থেকে আসে ৪৩ রান। ২৪ রান করে রিজওয়ান ফিরলেও লিটন চালিয়ে যান নিজের ব্যাটিং। তবে অর্ধশতক হওয়ার তিন রান আগে শামীমের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ৩৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।
এরপর রংপুরের বোলারদের দারুণ বোলিংয়ে মাঝে রানের চাকা ধীর হয়ে যায় কুমিল্লার। তবে শেষ দিকে জাকির আলি এবং খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে রংপুরকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় কুমিল্লা।
জাকির আলি ২৩ বলে ৩৪ রান করে আউট হলেও, খুশদিল ২০ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। ২ চারের বিপরীতে তিনি হাঁকিয়েছেন ৩টি ছক্কা। ইনিংসের শেষ বলে রাসেল ব্যাটিংয়ে থাকলেও ব্যাটে বল লাগাতে পারেননি এই ক্যারিবীয়।
রংপুরের পক্ষে রাকিবুল হাসান দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ১টি উইকেট। ওমারজাই পেয়েছেন ২টি উইকেট। রিপন ও হাসান পেয়েছেন ১টি করে উইকেট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply