শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা: মীরসরাইয়ে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত সুপ্রিম কোর্টের নির্দেশে পাবনা-১ ও ২ আসনে ভোট কার্যক্রম বন্ধ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল নয়, আপাতত স্থগিত—গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জাইকার আলোকচিত্র প্রতিযোগিতা উন্নয়নের গল্প বলুন আপনার ছবিতে মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণ, রাফিদ পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা শুরু হলো গুলশানে ৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর পিঠা উৎসব ও একক আবাসন মেলা রাশিয়ার তেল কেনায় ভারতসহ দেশগুলোর ওপর ৫০০% শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র এলপিজির ওপর ভ্যাট কমিয়ে দাম কমানোর উদ্যোগ সরকারের বাজারভিত্তিক ও বেসরকারি খাতনির্ভর অর্থনীতির ভিত্তি খালেদা জিয়ার শাসনামলেই স্থাপিত: ডিএসই চেয়ারম্যান

রাষ্ট্রপতি: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়াতে হবে।
তিনি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।’

আবদুল হামিদ বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু, যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতেও সহায়তা করে।

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়াতে হবে- উল্লেখ করে রাষ্ট্রপতি  বলেন, কালের পরিক্রমায় সভ্যতার সেতুবন্ধ হিসেবে কাজ করে গ্রন্থাগার।

তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই হ্রাস পাচ্ছে। সে-প্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি বলেন, গ্রন্থাগার হলো তথ্যের অফুরন্ত ভান্ডার। সরকার সর্বসাধারণের জন্য আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন গ্রন্থাগার নির্মাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ফলে পাঠক, গবেষক ও তথ্য সংগ্রহকারীদের কাছে গ্রন্থাগারের ভূমিকা আরো আকর্ষণীয় ও কর্মপোযোগী হয়ে উঠবে।
তিনি প্রত্যাশা করেন, গ্রন্থ ও গ্রন্থাগার হয়ে উঠুক সকলের পথ চলার পাথেয়।
রাষ্ট্রপতি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’র সার্বিক সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS