বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ ২৬ ডিসেম্বর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন মিছিল করে নাশোকতার মামলায় ছাত্রলীগ সভাপতি সুজন সহ গ্রেফতার ০৭ রাজিবপুর সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার পথে মূল্যস্ফীতি ৭% ও জিডিপি প্রবৃদ্ধি ৫% ধরা হলো সংশোধিত বাজেটে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ডিএমপির সতর্কতা ও নির্দেশনা শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত

শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন মিছিল করে নাশোকতার মামলায় ছাত্রলীগ সভাপতি সুজন সহ গ্রেফতার ০৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। তাদের মধ্য অন্যতম আসামি সুজন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন সময়ে হাইওয়েতে মিছিল মিটিং, ককটের বিস্ফোরণ ও জ্বালাও পোড়াও এর মত একাধিক ঘটনা ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টি ও নাশোকতার অভিযোগ রয়েছে আবিদপুরের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রবিউল হাসান ওরফে সুজন এর বিরুদ্ধে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন সময়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১। আবিদপুরের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রবিউল হাসান প্রকাশ সুজন (৩৫), পিতা: সিদ্দিকুর রহমান, মাতা: মৃত আলেয়া বেগম, সাং:আবিদপুর, ২। উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৬), তিনি সদর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে, ৩। রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন মিয়া (৫৮), তিনি রাজাপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে, ৪। আওয়ামী লীগ নেতা মো. মিজান হোসেন (৪৬), তিনি জগতপুর গ্রামের মৃত মুক্তল হোসেনের ছেলে, ৫। আওয়ামী লীগের সমর্থক আহামুদুল হাসান (৩৮), তিনি আজ্ঞাপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে, ৬। ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (৫২), তিনি রাজাপুর গ্রামের মৃত. আরব আলীর ছেলে।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানা যায়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বুড়িচং উপজেলায় নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS