
লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২২ ডিসেম্বর) মাধবপুর বাসস্ট্যান্ডের ডাক বাংলোর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ঝালকাঠির নলছিটি উপজেলার নুরুল ইসলাম ছেলে ইব্রাহিম মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা রসুলপুর গ্রামের হাবিবুর রহমান ছেলে কাউছার আলী (২২), একই গ্রামের লিয়াকত আলী ছেলে হোসেন মিয়া (৩০)।
র্যাব জানায়, ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ভর্তি একটি মিনি পিকআপসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোরশেদ খাঁন জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply