শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমান হাদীর চেতনা ধারণ করে আধিপত্যবাদভুক্ত দেশ গঠন করতে হবে : জাতীয় ঐক্য জোট নেতৃবৃন্দ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের দোয়া মাহফিল মাধবপুর, ডেভিল হান্ট, ফেজ-২ অভিযানে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার  প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের টেলিফোনে কথা রূপগঞ্জে পুলিশের অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার বিমান চলাচল রুটে ড্রোন উড়াতে বেবিচকের নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ এআইয়ের কুফল: তাছলিমা আক্তার মুক্তা অনিবার্য কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন

শহীদ ওসমান হাদীর চেতনা ধারণ করে আধিপত্যবাদভুক্ত দেশ গঠন করতে হবে : জাতীয় ঐক্য জোট নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের পরিচালনায় জোটের অর্গানাইজিং কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আধিপত্যবাদী গোষ্ঠীর এজেন্টরা ঘাপটি মেরে বসে থাকার ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে। পরিকল্পিতভাবে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চক্রান্তে লিপ্ত। দেশের সংস্কারের কথা বলে প্রফেসর ড. ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিলেও কোন সংস্কার তিনি না করে ছাত্র-জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন। তিনি দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবস্থায় দেশের জাতীয় নির্বাচন অনিশ্চয়তার মুখে। নির্বাচনী প্রচারণাকালে ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়। আমরা এই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। শহীদ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন আধিপত্যবাদী গোষ্ঠীর আতঙ্ক। তার চেতনাকে লালন করে আগামী দিনে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে।

সভা শেষে শহীদ ওসমান হাদীর রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাতীয় ঐক্য জোটের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য আংশিক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের সমন্বয়ক মোঃ আতাউল্লাহ খান, মাওলানা আজহারুল ইসলাম, তাইফুর রহমান রাহি, হুমায়ুন কবির, বেলায়েত হোসেন আলফিরুজি, মোঃ আবু হানিফ, ভিপি উজ্জ্বল প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।

জাতীয় ঐক্য জোটের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য আংশিক প্রার্থীদের নামের তালিকা নিম্নরূপ-
আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা ঢাকা-১৪, মাসুদ হোসেন ঢাকা-৯, শাখাওয়াত হোসেন শুভ ঢাকা-১৭, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন নেত্রকোনা-১, মোঃ সিদ্দিকুর রহমান পিরোজপুর-৩, ইঞ্জিনিয়ার মোঃ হাদী ঢাকা-১০, আলহাজ্ব ডা: মো: আব্দগুস সালাম ঢাকা-২, মাওলানা আজহারুল ইসলাম কুমিল্লা-১, এম,এম, ফয়জুল্লাহ পাঠান নোয়াখালী-১, ঢাকা-৪, মো: শাহ আলম তাহের ঢাকা-৪, আবুল কাশেরম মজুমদার কুমিল্লা-৮, ইঞ্জিনিয়ার তাইফুর রহমান রাহী ঢাকা-১১, মোঃ আবু হানিফ ঢাকা-১১, মো: জিয়াউর রহমান নরসিংদী-১ ও ২, মো: মিরাজুল ইসলাম মিরাজ পটুয়াখালী-৩, নাজমুল শিকদার নরসিংদী-৫, নাজনিন সুলতানা তুলি নরসিংদী-৪, মাসুদ রানা কক্সবাজার-১, জিয়াউল হক জুয়েল ঢাকা-২০, সাইম সরকার মুক্তার গাইবান্ধা-৫, এ্যাড: মো: সাদেকুর রহমান হবিগঞ্জ-২, মোবারক হোসেন আজাদ নারায়ণগঞ্জ-১, রবিউল ইসলাম কুড়িগ্রাম-১, খালিদা হোসেন অনিক খুলনা-১, জাকির হোসেন বাবু যশোর-৫, এ্যাড: আরিফুল ইসলাম চাঁদপুর-১, আব্দুল ওয়াজেদ কক্সবাজার-৪, মো: হোসেন মজুমদার ফেনি-২, গোলাম হোসেন রনি নারায়ণগঞ্জ-৪, আলমগীর হোসেন ঢাকা-৮, মোঃ ইলিয়াশ পাটোয়ারী চাঁদপুর-৫, মো: সিরাজুল ইসলাম নোয়াখালী-৬, আবু নাইম মো: আজিজুল নোয়াখালী-৫, শাহদাত হোসেন ডালীম নোয়াখালী-৪, ফিরোজ আলম জীসান লক্ষ্মীপুর-২, আরাফাত চৌধুরী সজল ঢাকা-১, মো: মোঃ মাহবুবুর রহমান মাগুরা-২, মো: ফরহাদ হোসেন ঢাকা-১৩, মাওলানা ওবায়দুল হক সালেহী কুিমল্লা-৯, এম, এ, মাসুদ মিয়া ফরিদপুর-৪, আব্দুল কাদের ঢাকা-৪, চাঁদপুর-২, মো: মহিউদ্দিন চট্টগ্রাম-১১, মোঃ সাজু মিয়া লালমনিরহাট-২, এম,এম তোহা ভোলা-১, এ্যাড: খোরশেদ আলম চাঁদপুর-৩, এ্যাড: দেলোয়ার হোসেন চাঁদপুর-১, মোঃ শাহাদাত হোসেন রংপুর-৫, মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ-১, মো: সাইফুল আলম – ব্রাহ্মণবাড়িয়া ৩, এড. আশিকুর রহমান আশিক – পটুয়াখালী ২, মো: সবুজ হাওলাদার – পটুয়াখালী ৩, খাইরুল আলম – নেত্রকোনা ২, রেজাউল করিম – গাইবান্ধা ৪,  দেলোয়ার হোসেন ভূঁইয়া – কুমিল্লা ১১,  জাফরুল্লাহ চৌধুরী – ঝালকাঠি ২, মো: মোক্তার হোসেন – শরীয়তপুর ২, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম – চুয়াডাঙ্গা ১, নুরুল্লাহ হাওলাদার সবুজ – মাদারীপুর ৩, আইনুদ্দিন ভূঁইয়া – কুমিল্লা ১০, মোস্তাফিজুর রহমান – ব্রাহ্মণবাড়িয়া ৪, এডভোকেট নাজমুল হাসান – কুমিল্লা ৪, মো: সাব্বির হোসেন – খুলনা ৪, মো: সাইফুল ইসলাম – চুয়াডাঙ্গা ২, ড. মুহাম্মদ শাহে আলম দেওয়ান – ঢাকা ৭, সাগর চৌধুরী ভোলা – ঢাকা ১৬,  এড. মাহফুজুর রহমান – কুড়িগ্রাম ৩, মো: মিজান উদ্দিন – ঢাকা ১৪,  মো: ফজলুল করিম – নাটোর ১, আসাদ আলী নূর – নরসিংদী ১, মো: রোকনউদ্দিন আকন্দ – ঢাকা ৪, মোবারক হোসেন বিজ্ঞানী – কিশোরগঞ্জ ৩, মোশারফ হোসেন – চাঁপাইনবাবগঞ্জ ২, বর্ষণ মোহাম্মদ – মুন্সিগঞ্জ ১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS