
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর–শ্রীনগর) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই অনশন কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার তিন উপজেলার বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয়রা অংশ নেন। প্রসঙ্গত, ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ সন্তান।
অনশনরত নেতা-কর্মীদের অভিযোগ, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের দাবি, বিএনপির দুঃসময়ে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান হিসেবে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তারা আরও বলেন, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা। অনশন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুর্দিনে কাণ্ডারি ছিলেন। ওয়ান-ইলেভেনের সময় পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তিনি দলের হাল ধরেছেন। বাবার পরে আমিও মানিকগঞ্জে নেতকর্মীদের পাশে থেকেছি, তাদের দায়িত্ব নিয়েছি। আশা করি বিএনপি আমার ত্যাগ ও পরিবারের অবদান বিবেচনা করবে।’ তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে। বিকেলে অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন, মহান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির দুঃসময়ের কান্ডারি বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবার মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রাপ্য। এই আসন থেকেই ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। অথচ সেই আসন থেকেই তার পুত্রকে বঞ্চিত করলো বিএনপি। আমরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। এসময় আরো সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ তালুকদার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply