
৫৪ তম মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ৫ দলীয় বাম জোট। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, সচেতন নাগরিক পার্টির সভাপতি হেলাল উদ্দিন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক সহ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৭টায় পল্টন মোড়ে থেকে বাস যোগে রওয়ানা হয়। স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ পাঠ করা হয়। মহান মুক্তিযুদ্ধের নীতি “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার” এবং ২০২৪ অভ্যুত্থানের আকাঙ্খা “বৈষম্য হীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা”র লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গত ১৫ মাসে সারাদেশে সংঘটিত হত্যা কান্ড, অগ্নি সংযোগ, মব সন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে ২০২৪ এর অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবী জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, মাঠে অবৈধ অস্ত্র থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৈঠকে নির্বাচন কালীন সময় প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স প্রদান করার উপদেষ্টার ঘোষণার নিন্দা জানান হয়। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং নির্বাচন কালীন সরকার গঠনের জোর দাবী করে বলা হয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে নির্বাচন কালীন সরকার গঠন জরুরি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply