
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই যোদ্ধা সংসদ-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাচনে মাসুদ রানা সৌরভ সভাপতি এবং মো. সোহাগ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
একই সঙ্গে সংগঠনের ৯৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
জুলাই-২৪ এ ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও দায়িত্বশীল যোদ্ধাদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে। আন্দোলনে সাহসিক ভূমিকার জন্য যাদের অনেকেই বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আদায়ের দাবিতে সক্রিয় ছিলেন।
নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তারা শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করবেন।
জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply