
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদর কোম্পানি র্যাব ১৪কর্তৃক নাহিদ হোসেন ওরফে পাপ্পু নামের এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্তপলাতক আসামী কে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ১৮:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-১০৮(১১)১৮, জিআর নং-১৩৭৭/১৮, প্রসেস নং-১৬৫/২৩, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্ররণ আইনের ১৯(৯) টেবিল ৯(ক) মোতাবেক ০১ (এক) বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাহিদ হোসেন ওরফে পাপ্পু (৪০), পিতা-মোয়াজ্জেম হোসেন, সাং-আকুয়া লিচু বাগান, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।র্যাব ১৪ মিডিয়া সেন্টার প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply