
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাহাড় বেষ্টিত সার্সন রোড এলাকায় অবস্থিত জয়পাহাড় কেটে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।
গত ২৭ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শক দল সরেজমিনে জয়পাহাড় এলাকা পরিদর্শন করে তারা সরেজমিনে পাহাড় কাটার প্রমাণ পায়।
এ সময় তারা বিপিসি কর্তৃপক্ষকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং বুধবার পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিপিসির বিরুদ্ধে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিপিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাঁচতলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন নির্মাণ করছে। নিজস্ব কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে অফিস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ কারণে জয়পাহাড়ে নিজেদের জায়গায় অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
তবে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, বিপিসি পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে। যা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী ও সুস্পষ্ট আইনের লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পাহাড় কাটাকে কেন্দ্র করে পরিবেশবাদী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, পাহাড় কাটা বন্ধ না হলে নগরে ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানির পর বিপিসির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জয়পাহাড় কেটে বিপিসি কর্তৃপক্ষ চরমভাবে আইন লঙ্ঘন করেছে। বিষয়টি ছোট করে না দেখে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসককে জরুরি ব্যবস্হা নেওয়ার দাবি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply