
১৩ ডিসেম্বর ২০২৫ বিজয় নগর পানির পাম্পের সামনে বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে “থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে” মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারী বলেন, অবৈধ অস্ত্র, থানার লুট করা অস্ত্র উদ্ধার না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এইটা যে একটা ভুল সিদ্ধান্ত সেটি প্রমাণিত হয়েছে গতকাল ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায়। কালকে হাদির উপর সন্ত্রাসী হামলা হয়েছে আগামী কয়েকদিন যে আরও কারও উপর সন্ত্রাসী হামলা হবে না তার নিশ্চয়তা কি? আমরা বারবার বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে কিন্তুু তিনি কোন কর্নপাত করেননি। আজকের মানববন্ধন থেকে আমরা জোড়ালো আহবান জানাচ্ছি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনতিবিলম্বে সারা বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের বলেন, ওসমান হাদির উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তফসিল ঘোষণার পরদিন ওসমান হাদির উপর হামলা হলো। আমরা বহুবার বলেছি থানার লুট করা অস্ত্র উদ্ধার করার জন্য। আমাদের একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি আলু পেয়াজের দাম নিয়ে চিন্তিত কিন্তুু গত ১৫ মাসে সারা বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা হয়েছে, ডাকাতি হয়েছে, মব হয়েছে সে বিষয়ে তিনি নির্লিপ্ত। ওসমান হাদির উপর হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। তার পদত্যাগ দাবি করছি আজকের মানববন্ধন থেকে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, ভাইস চেয়ারম্যান বিপ্লব বালা, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মল্লিক, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন উৎসব সহ নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply