ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা খোকন চন্দ্র দাস এবং সংগঠনের সহ-সভাপতি, জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় নেতা মোঃ মাহবুব আলম এক যৌথ বিবৃতিতে বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যমত প্রকাশের ভিত্তিতে স্বাক্ষর করা হয়। ২০২৪’র ৫ই আগস্ট ছাত্র ও জনতা আন্দোলনে ফ্যাসিবাদের পরাজয় হয় বিজয় হয় গণতন্ত্রের। ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন ঘটলো। সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বৃষ্টিবিঘ্নিত বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও এ সনদে সই করেন। তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেন। আর যারা এখনও স্বাক্ষর করেননি আমরা তাদের প্রতি সবিনয়ভাবে অনুরোধ করবো গণতন্ত্রের স্বার্থে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের স্বাক্ষর করার আহ্বান জানাই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply