রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডমিনেজ স্টিল সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সাপ্তাহিক দর পতনের শীর্ষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করায় ডেমোক্রেটিক লীগ-ডিএল এর অভিনন্দন কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারিত্ব চুক্তি মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মাধবপুর শহর এখন অটোরিকশা, বাস ও সিএনজি এর দখলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ঢাকায় অ্যাঙ্কার ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত মাধবপুর শিক্ষক প্রশিক্ষণর্থাদের মধ্যে সনদ বিতরণ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত

ঢাকায় অ্যাঙ্কার ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিশ্বের নাম্বার ওয়ান চার্জিং ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিতে বিশ্বখ্যাত অ্যাঙ্কার ইনোভেশনস আয়োজন করেছিল “Grand Dealer Meet & Product Showcase 2025” ইভেন্ট, যা অনুষ্ঠিত হয় InterContinental Dhaka-তে।

ইভেন্টটিতে অংশগ্রহণ করেন Contrivance International-এর দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান ডিলার ও পার্টনাররা। এটি অ্যাঙ্কার ব্র্যান্ডের বাংলাদেশে প্রোডাক্ট মার্কেট সম্প্রসারণ ও উন্নয়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করছে।

যেহেতু বর্তমানে বাংলাদেশে Contrivance International ছাড়া অ্যাঙ্কার এর আর কোনো অনুমোদিত ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান নেই, সেহেতু প্রতিষ্ঠানটি সারা দেশে অ্যাঙ্কার এর উপস্থিতি আরও শক্তিশালী করতে, খুচরা বিক্রয়ের নেটওয়ার্ক বাড়াতে, এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এই ইভেন্টটি ছিল পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা, বর্তমান টেক বাজার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়, এবং অ্যাঙ্কারের সর্বশেষ প্রোডাক্ট ইনোভেশন উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম। অতিথিরা সরাসরি অ্যাঙ্কার এর নতুন প্রযুক্তিগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করেন — যা ব্র্যান্ডটির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও ভালো প্রোডাক্ট ডিজাইনের আবারও প্রমাণ দেয়।

এছাড়াও, ইভেন্টে সেরা পারফর্ম করা পার্টনার – যাদের অবদান বাংলাদেশে অ্যাঙ্কার এর অবস্থানকে আরও শক্তিশালী করেছে, তাঁদেরকে স্বীকৃতি দেওয়া হয়। এই পার্টনারশিপের মাধ্যমেই অ্যাঙ্কার একটি টেকসই ও লাভজনক মার্কেট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে, যা রিটেইলার, ডিস্ট্রিবিউটর ও গ্রাহক— সবার জন্যই উপকারী হবে।

উজায়ের লতিফ – (সেলস ম্যানেজার, দক্ষিণ এশিয়া, অ্যাঙ্কার) বলেন,
“বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট। আমরা আমাদের পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অ্যাঙ্কার এর বিশ্বমানের প্রযুক্তিকে আরও বেশি মানুষের নাগালে পৌঁছে দিতে চাই এবং একসঙ্গে একটি আরও শক্তিশালী প্রযুক্তি মার্কেট তৈরি করতে চাই।”

কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মি. ইয়াদিল আলম তার বক্তব্যে বলেন,
“আজ অ্যাঙ্কার বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড— চার্জার, হেডফোন, স্পিকারসহ অন্যান্য সব অসাধারণ পণ্যগুলোর মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কন্ট্রিভেন্স ও অ্যাঙ্কার এর ডিলার এবং রিটেইলারদের সাপোর্টের কারণে। সম্প্রতি বাজারে অ্যাঙ্কার এর অনেক নকল ও রিফার্বিশড পণ্য ছড়িয়ে পড়েছে। আমরা গ্রাহকদের জানাতে চাই— কেবলমাত্র কনট্রিভেন্স এর ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত
অ্যাঙ্কার পণ্যই আসল। এই আসল পণ্যগুলো কনট্রিভ্যান্সের ওয়ারেন্টি স্টিকারের মাধ্যমে সহজেই চেনা যাবে।”

ইভেন্টে আরও ঘোষণা দেওয়া হয় যে, খুব শিগগিরই বাংলাদেশে আসছে soundcore R60i NC — অ্যাঙ্কারের পরবর্তী প্রজন্মের নয়েজ-ক্যান্সেলিং ইয়ারবাড।

মডেলটি এই বছরের শেষ নাগাদ অফিসিয়ালি উন্মোচন করা হবে, যা soundcore-এর প্রিমিয়াম অডিও লাইনআপকে আরও বিস্তৃত করবে।

এই আয়োজনের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের স্মার্ট টেকনোলজি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য তাদের দীর্ঘমেয়াদি ভিশন পুনর্ব্যক্ত করেছে। যার প্রধান উদ্দেশ্য — বিশ্বাস, প্রযুক্তি ও পারস্পারিক সফলতার মাধ্যমে পার্টনারশিপ গড়ে তোলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS