মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে অফিসিয়াল নতুন আইফোন নিয়ে এলো গ্যাজেট অ্যান্ড গিয়ার শায়েস্তাগঞ্জে পুলিশের হাতে ৭০ কেজি গাঁজা উদ্ধার হবিগঞ্জের ৩৮ তরুণকে নিয়ে ইতালী যাওয়া নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ কনসোল-ধাঁচের ট্রিগার বদলাচ্ছে বাংলাদেশের মোবাইল ইস্পোর্টস ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ১; তিনজনকে রেফার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী কমিউনিটি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে কৌশলগত অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর সেপ্টেম্বরে ৫০৪ সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত আহত ৯৬৪ : যাত্রী কল্যাণ সমিতি সৌর সেচ পাম্পে অর্থায়ন পুনরায় শুরু করলো ইডকল

সৌর সেচ পাম্পে অর্থায়ন পুনরায় শুরু করলো ইডকল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সৌর সেচ পাম্প প্রকল্পে পুনরায় অর্থায়ন শুরু করেছে, যা বাংলাদেশের কৃষি খাতকে কার্বনমুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই উপলক্ষে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে ইডকল-এর মাল্টিপারপাস কনফারেন্স হলে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

ওয়েভ ফাউন্ডেশন তাদের নতুন আরেকটি সৌর সেচ পাম্প প্রকল্পের জন্য, কেএফডব্লিউ, জার্মানির সহায়তায়, ইডকল থেকে ৩৪.৯ কোটি টাকা অর্থায়নের অনুমোদন পেয়েছে। এই অর্থায়নের মাধ্যমে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৫৬টি সৌর সেচ পাম্প স্থাপন করা হবে, যার মধ্যে ৩৯টি গ্রিড-ইন্টিগ্রেটেড সাইট অন্তর্ভুক্ত। এই উদ্যোগ সরকারের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং টেকসই কৃষি চর্চা প্রসারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও জনাব আলমগীর মোরসেদ স্বাগত বক্তব্যে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ সৌর সেচ পাম্প স্থাপনের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএফডব্লিউ বাংলাদেশের পরিচালক জনাব মাইকেল সুমসার-হেলস্টার্ন। আরও উপস্থিত ছিলেন স্রেডার পরিচালক প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবায়নযোগ্য জ্বালানী শক্তি উইং-এর সিনিয়র সহকারী সচিব জনাব তাহমিলুর রহমান; কেএফডব্লিউ বাংলাদেশের উপপরিচালক জনাব মোঃ তাজমিলুর রহমান; এবং ইডকল-এর চিফ রিস্ক অফিসার জনাব মোহাম্মদ জাবেদ এমরান। এছাড়াও, সৌর সেচ পাম্প প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যারা দেশের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী শক্তির রূপান্তরকে ত্বরান্বিত করতে কাজ করছেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিক স্বাক্ষর পর্বের পাশাপাশি সৌর সেচ পাম্প বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়াও, ওয়েভ ফাউন্ডেশন তাদের সৌর সেচ পাম্প প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় করে। পরিশেষে, ইডকল-এর ডেপুটি সিইও ও সিএফও জনাব এস. এম. মনিরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন এবং অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল উন্নয়নের প্রতি ইডকল-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইডকল ইতোমধ্যে ১,৪৯৫টি সৌর সেচ পাম্প অর্থায়ন করেছে, যা দেশের মোট সৌর সেচ পাম্পের প্রায় ৪২%। এই সৌরচালিত পাম্পগুলো ধান চাষের মৌসুমে ৩৪,৪৪৫ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করছে, যার মাধ্যমে ৭০,০০০-এর বেশি কৃষক উপকৃত হচ্ছেন। প্রায় ১৭,২৩৪টি ডিজেলচালিত পাম্প প্রতিস্থাপন করে, ইডকল-এর এই উদ্যোগ কার্বন নিঃসরণ হ্রাস, কৃষকদের সেচ খরচ কমানো এবং বাংলাদেশের কৃষিতে টেকসই ও জ্বালানি-নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইডকল উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় বাস্তবায়নকারীদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী, যাতে দেশের সবুজ রূপান্তর আরও দ্রুত বাস্তবায়ন করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS