ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ রবিউল হোসেন (১৯) কিশোরগঞ্জ জেলার মোঃ রাসেল মিয়া (২৬)নারায়নগঞ্জ জেলার মোঃ সানি মিয়া (২২),
র্যাব-১৪ প্রেস রিলিজ জানা যায়, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে( ২৮ আগস্ট ২০২৫) দুপুর ১টা.৪০মি: ভৈরব নাটালের মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিলসহ এর আনুমানিক মূল্য ৫,৯৭,০০০/- (পাঁচ লক্ষ সাতানব্বই হাজার) টাকা। এছাড়াও ধৃত আসামীদের নিকট হতে মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং ক্রয়/বিক্রয়ের নগদ ৩০০০/- (তিন হাজার) টাকা জব্দ করা হয়।
ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামীদেরকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS