ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মুল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের চাহিদা বেড়ে যায়। যার ফলে বাজারে পাটের দাম ভাল থাকায় লাভের আশা করছেন কৃষকরা।
চলতি বছরে ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে উপজেলার কালিকাপ্রসাদ, আগানগর, শিমুলকান্দি, শিবপুর, সাদেকপুর ও শ্রীনগর ইউনিয়নে পাট চাষ অন্যন্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি আবাদ হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই চলছে পাটকাটা, জাগ দেওয়া, আশঁ ছড়ানো ও শোকানোর কাজে ব্যস্ত সময় কাটাছেন কৃষকরা।
কৃষক রহিছ মিয়া,শাহজাহান মিয়া,জসিম মিয়া,শাহিন মিয়া বলেন,পাটের ফলন ভালো আর বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেয়া নিয়ে। বেশির ভাগ জমির কাছাকাছি পানি না থাকায় দুর দুরান্তে নদী বা খাল বিলে জাগ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে আশানুরুপ লাভবান হতে পারছেন না কৃষকরা। পাটের বর্তমান প্রতি মন পাট বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা । কৃষকদের দাবী সরকার যদি পাটের দাম বৃদ্ধি এবং বিনা মুল্যের উন্নত জাতের সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন তাহলে আগামী বছর পাট আবাদে কৃষকদের আরো আগ্রহ বাড়বে। এতে ফিরে পাবে সোনালী আশেঁর সোনালী অতীত।
অন্যন্য বছরের তুলনায় মাঠপর্যায়ে কৃষকদের মাঝে সার্বক্ষনিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।আগামীতে পাট চাষে বিপ্লব ঘটবে বললেন ভৈরব উপজেলা কৃষি অফিসার, আকলিমা বেগম।
Design & Developed By: ECONOMIC NEWS